হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবিতে সংঘর্ষের ঘটনায় মামলা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় হাটজাহারী থানায় মামলা দায়ের করবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের ভারপ্রাপ্ত প্রধান আবদুর রহিম আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গতকাল আমরা হাটহাজারী থানায় গিয়ে মামলার সব প্রক্রিয়া সম্পন্ন করেছি। তবে এখানো মামলা করা হয়নি। আজকে অভিযুক্তদের তথ্য প্রমাণ ও আহতদের মেডিকেল রিপোর্ট সংগ্রহ করে মামলা করা হবে।

বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় ভাড়া বাসায় দেরিতে ঢোকায় দারোয়ান এক ছাত্রীকে চড় মারেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার গভীর রাত থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর হামলার একের পর এক ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। এসব ভিডিওতে দেখা যাচ্ছে, স্থানীয়রা লাঠি–রামদা নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছেন। কিছু ভিডিওতে আবার হেলমেট ও মুখোশ পরিহিত অজ্ঞাত ব্যক্তিদের সংঘর্ষে অংশ নিতে দেখা গেছে। তারা কারা, কেন তারা ঘটনাস্থলে ছিলেন এ প্রশ্ন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে নতুন রহস্য।

শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় জারি করা ১৪৪ ধারার মেয়াদ আরও একদিন বাড়িয়ে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

গত শনি ও রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরসহ ৮ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় সিনেট কক্ষে উপাচার্য, দুই উপ-উপাচার্য, ডিন ও সিন্ডিকেট সদস্যদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরসহ ৮ সিদ্ধান্ত নেয়া হয়।

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের রাস্তা অবরোধ

হাসনাত আব্দুল্লাহকে চেনেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান

আইনশৃঙ্খলা উন্নতি না হলে নির্বাচন হুমকির মুখে পড়বে

মাকে বেঁধে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করলেন ছাত্রলীগ নেতা

৫০০ কোটি টাকার প্রকল্পে লুটপাট

গোমতীর পাড়ে আলুর মাঠে হাসির সঙ্গে হাহাকার

স্ত্রীর পর ছেলেকেও হারালেন আমার দেশ প্রতিনিধি আনছার

ঢাকার পর কুমিল্লায় মনোনয়নপত্র নিলেন আসিফ মাহমুদ

থানা থেকে লুট করা অস্ত্র উদ্ধার না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: বিএনপি প্রার্থী

অদুদ চৌধুরীর অবদান রাউজানের মানুষ মনে রাখবে: গিয়াস কাদের