হোম > সারা দেশ > চট্টগ্রাম

জরিমানার টাকা জোগাড় করতে সন্তান বিক্রি করতে চান গৃহবধূ

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রামগঞ্জে অসুস্থ স্বামীকে নিয়ে দুঃসহ জীবনযাপন করা নাজমা বেগম নামের এক গৃহবধূ আদালতের জরিমানা পরিশোধ করতে না পেরে নিজের সাড়ে চার বছরের সন্তানকে বিক্রি করার ঘোষণা দিয়েছেন।

জানা যায়, উপজেলার চন্ডিপুর ইউনিয়নের হরিশ্চর গ্রামের তেতিয়ালা বাড়ির বাসিন্দা নাজমা বেগমের স্বামী নাজমুল হুদা বয়সজনিত কারণে কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন। এরই মধ্যে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধে জড়িয়ে গত বছরের সেপ্টেম্বরে দেবর মো. হানিফ তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

থানার তদন্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামান ভূঁইয়া অভিযোগটি প্রসিকিউশন দিয়ে আদালতে প্রেরণ করলে, ৩০ সেপ্টেম্বর আদালত স্বামী-স্ত্রীকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে উভয়কে ৭ দিনের কারাদণ্ড দেওয়ার নির্দেশ দেন।

রায়ের পর আদালত থেকে জানানো হয়, ৭ অক্টোবরের মধ্যে জরিমানার টাকা পরিশোধ না করলে নাজমা বেগম ও তার স্বামীকে জেল খাটতে হবে। কিন্তু অর্থের অভাবে এবং আত্মীয়-স্বজন কিংবা প্রতিবেশীর সহযোগিতা না পেয়ে চরম দুশ্চিন্তায় পড়েন নাজমা।

চোখে পানি নিয়ে তিনি বলেন, ‘আমার স্বামী অসুস্থ, আমি অসহায়। জরিমানার টাকা জোগাড় করতে না পারলে আমাদের জেলে যেতে হবে। আমার ছোট সন্তান নাইমুল হুদার ভবিষ্যৎ নিয়ে আমি ভীষণ ভয়ে আছি। তাই বাঁচার স্বার্থেই আমি ছেলেকে দত্তক বা বিক্রি করে হলেও টাকা জোগাড় করতে চাই।’

মানবিক এই আবেদন ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত সরকারি সহযোগিতা ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

চরফ্যাশনে ইসলামী আন্দোলনের সভাপতি যোগ দিলেন জামায়াতে

সন্ত্রাসীদের অভয়ারণ্য সীতাকুণ্ডের ছলিমপুর

নোয়াখালীতে হাজতখানায় পরিবার নিয়ে দুই আ.লীগ নেতার ‘বেয়াইখানা’

সীতাকুণ্ডে নিহত র‍্যাব কর্মকর্তা আব্দুল মোতালেবের দাফন সম্পন্ন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল ভবন নির্মাণ, সংঘর্ষের আশঙ্কা

বাবা… তুমি আমাদের রেখে চলে গেলে কেন?

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানাকে গুড়িয়ে দেওয়া হবে: র‍্যাব ডিজি

বিউটি পার্লার থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিদেশি পিস্তল ও ইয়াবা নিয়ে ধরা মাদক কারবারি বর্মাইয়া রফিক

হান্নান মাসউদের পক্ষে পূর্ণ সমর্থন ঘোষণা ১০ দলীয় জোটের