হোম > সারা দেশ > চট্টগ্রাম

সমীর দাসের বাড়িতে জামায়াতের প্রার্থী ডা. ফখরুদ্দিন

হত্যাকাণ্ডের শিকার

উপজেলা প্রতিনিধি, দাগনভূঞা (ফেনী)

ফেনীর দাগনভূঞা উপজেলায় নির্মম হত্যাকাণ্ডের শিকার অটোচালক সমীর কুমার দাসের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। গত ১২ জানুয়ারি রাতে দাগনভূঞা উপজেলার ৭নং মাতুভূঞা ইউনিয়নের ফাজিলের ঘাট রামানন্দপুর জেলেপাড়ায় কার্তিক দাসের ছেলে সমীর কুমার দাস দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে খুন হন।

নিহতের পরিবারকে সান্ত্বনা দিতে তার বাড়িতে উপস্থিত হন ফেনী–৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিক। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির মাওলানা গাজী সালেহ উদ্দিন ও মাতুভূঞা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নুরুল আমীনসহ অন্যান্য নেতা।

ডা. ফখরুদ্দিন মানিক এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অটোচালক সমীর দাসকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও নিন্দনীয়। তিনি হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

একই সঙ্গে তিনি ঘটনার তদন্ত ও আইনগত অগ্রগতি জানতে জেলা প্রশাসক মনিরা হক এবং দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজীম নোমানের সঙ্গে কথা বলেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এ সময় তিনি নিহত সমীর দাসের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও পরিবারের খোঁজখবর রাখার জন্য জামায়াত নেতাদের অনুরোধ জানান।

‘মানহানিকর বক্তব্য’, যুবদল নেতার বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বন্দুকসহ গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় টাউন খাল নান্দনিক ও দূষণমুক্ত করতে পরিচ্ছন্নতা অভিযান শুরু

পুলিশের গুলিতে পা হারানো সেই ছাত্রদল নেতা আবারো গ্রেপ্তার

মিয়ানমার থেকে আসা গুলিতে আহত শিশুকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত

খালেদা জিয়ার মতো দেশপ্রেম নিয়ে নেতাকর্মীদের চরিত্র গঠন করতে হবে

সামনে আর কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না

কুমিল্লা-৪ দেবিদ্বারে পোস্টাল ব্যালটের নিবন্ধন ১০ হাজার ছাড়াল

দেবিদ্বারে অটোচালকের লাশ উদ্ধার

কক্সবাজারের সাবেক পৌর চেয়ারম্যানের আরো এক মামলায় ৫ বছরের কারাদণ্ড