হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজান প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

উপজেলা প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম)

চট্টগ্রামের রাউজান প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকাল ৩টায় রাউজান পৌরসভার জলিল নগরস্থ রাউজান প্রেসক্লাবের কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক আজাদীর প্রতিনিধি প্রবীণ সাংবাদিক মীর মোহাম্মদ আসলাম সভাপতিত্বে এবং দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি গাজী জয়নাল আবেদীন যুবায়ের সঞ্চালনায় আয়োজিত সভায় উপস্থিত সর্বসম্মতিক্রমে দৈনিক সমকালের প্রতিনিধি প্রদীপ শীলকে সভাপতি, দৈনিক প্রথম আলোর এস এম ইউসুফ উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি এবং গ্লোবাল টিভির প্রতিনিধি নেজাম উদ্দিন রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য পদে মনোনীত হলেন-সহ সভাপতি- দৈনিক ইত্তেফাকের গাজী জয়নাল আবেদীন যুবায়ের, দৈনিক আমাদের সময়ের হাবিবুর রহমান, দৈনিক মানবকণ্ঠের কামাল উদ্দিন হাবীবী, ও দৈনিক ইনফো বাংলার যীশু সেন।

যুগ্ম সাধারণ সম্পাদক- দৈনিক আমার দেশ প্রতিনিধি আরফাত হোসাইন, যুগ্ম সম্পাদক- বাংলাদেশ পোস্টের শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক -দৈনিক কালের কণ্ঠের আমির হামজা, অর্থ সম্পাদক- দৈনিক সংবাদের আনিসুর রহমান, দপ্তর সম্পাদক- আবিদ মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রয়েল দত্ত।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক আজাদীর মীর আসলাম উদ্দিন, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের শফিউল আলম, দৈনিক ইনকিলাবের এম বেলাল উদ্দিন, সাহেদুর রহমান মোরশেদ, দৈনিক ভোরের কাগজের রমজান আলী ও দৈনিক আলোকিত বাংলাদেশের কামরুল ইসলাম বাবু।

এর আগে একইদিন সকাল ১১টায় প্রথম অধিবেশন সংগঠনের সহ সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত সভ্যগণের সর্বসম্মতিক্রমে পূর্ববর্তী কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

সভায় বক্তারা বলেন, রাউজান প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও সামাজিক দায়বদ্ধতা পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

চট্টগ্রামে তীব্র এলপিজি সংকট, ভোক্তাদের জিম্মি করে অতিরিক্ত দাম আদায়

কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীকে অযোগ্য ঘোষণা

দেশের প্রতি আত্মত্যাগ খালেদা জিয়াকে বিশ্বনেত্রী করেছে: মুশফিকুর রহমান

বাড়ি থেকে ডেকে নিয়ে প্রবাসীকে হত্যা, গহীন পাহাড়ে মিলল লাশ

ঢাকা-কক্সবাজার রুটে শ্যামলী পরিবহনের হেলপার নিখোঁজ

কুমিল্লায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব: হাসনাত আবদুল্লাহ

চাঁদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু

অপহরণ ও নিষিদ্ধ ছাত্রলীগের মামলায় বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ

জুলাই বীরত্ব সম্মাননা পেলেন আমার দেশের এম কে মনির