হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফরিদগঞ্জে কৃষকের বাড়ি থেকে ৫২ কেজি গাঁজা জব্দ, আটক ১

উপজেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)

এবার চাঁদপুরের ফরিদগঞ্জে এই প্রথম সর্বোচ্চ গাঁজার চালান ধরা পড়েছে গ্রামবাসীর হাতে। শনিবার সকালে উপজেলার সকদীরামপুর গ্রামের কৃষক খলিলুর রহমানের বাড়ি থেকে ২৬টি প্যাকেটে থাকা ৫২ কেজি গাঁজা আটক করা হয়। পরে এসব গাঁজা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়া হয়।

‎এই ঘটনায় জড়িত খলিলুর রহমানকে আটক করা গেলেও তার ছেলে চিহ্নিত মাদক কারবারি আল আমিন ও আরেক যুবক রুবেল পালিয়ে যায়। একই দিন ভোরে ওই গ্রামের কৃষক খলিলুর রহমানের বাড়িতে একটি প্রাইভেটকার প্রবেশ করে।

‎স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন স্বপন জানান, সকদীরামপুর গ্রামের মেম্বার জাহাঙ্গীর হোসেন ও এলাকাবাসী তাকে জানিয়েছেন, ভোরে একটি প্রাইভেটকার কৃষক খলিলুর রহমানের বাড়িতে আসে। তারপর সেই প্রাইভেটকার থেকে বড় ৫২টি প্যাকেট নামিয়ে দ্রুত চলে যায়। এ দৃশ্য প্রথম চোখে পড়ে দুই নারীর। বিষয়টিতে তাদের সন্দেহ। এরপর তাদের চিৎকারে গ্রামবাসী জড়ো হয়ে একপর্যায়ে বাড়িটি ঘেরাও করে। পরে সেনাবাহিনী ও পুলিশকে জানায়।

‎এরই মধ্যে ২৬টি প্যাকেটে থাকা প্রায় ৫২ কেজি গাঁজার চালান তারা বাগান থেকে একটি ঘরে নিয়ে রাখে। ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে গাঁজার চালান জব্দ করেন।

‎ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, এই ঘটনায় জড়িত সন্দেহে কৃষক খলিলুর রহমানকে (৬০) আটক করা হয়েছে। তবে তার ছেলে আল আমিন (৩৫) ও আরেক যুবক রুবেল (৩০) পালিয়ে গেছে। তারা ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি। এর মধ্যে রুবেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টতার তথ্য রয়েছে। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

সমন্বয়কের বিরুদ্ধে বক্তব‌্য দেয়া যুবককে ছু‌রিকাঘা‌তে হত্যা, আটক ১

উনার নাম তো থাকবেই: কুমিল্লা টিটিসির উপাধ্যক্ষ

তিতাসে অস্ত্র ও গুলিসহ ৪ নারী গ্রেপ্তার

চৌদ্দগ্রামে মাদক প্রতিরোধে ঐক্যবদ্ধ গ্রামবাসীর মানববন্ধন

নিষেধাজ্ঞা শেষে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ

এক ইলিশের দাম ৯ হাজার ২০০

দেশে সব রয়েছে—শুধু অভাব সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব

মাটি ছাড়াই চারা উৎপাদনে সাফল্য কুমিল্লার রাব্বির

৩ হাজার টাকায় স্ত্রীকে দেয়া হয় বন্ধুদের কাছে, গ্রেপ্তার ৫

উখিয়ায় পৃথক অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার