হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাইবার বুলিংয়ের শিকার ‎আমার দেশের সাংবাদিক, থানায় জিডি

‎উপজেলা প্রতিনিধি, (রায়পুর) লক্ষ্মীপুর

‎‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা ডা. মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ‘আমার দেশ’ অনলাইনে রায়পুর প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে খামারিদের ক্ষোভ, ‘সেবা মিলছে না ২ হাজার টাকা ভিজিট ছাড়া’ শিরোনামে সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন তিনি।

‎‎তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে সাংবাদিকের ছবি পোষ্ট করে তিনি লিখেন ‘সবাই এই সকল সাংবাদিক লেবাশদারী লোকদের ভুয়া নিউজের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের দূর্গ গড়ে তুলুন এবং সমাজের চাঁদাবাজি বন্ধ করুন। ‎এখনই সময় উচিত জবাব এবং শিক্ষা দেওয়ার এসব এহেন কার্যকলাপের। লোকের কারণে সমাজের পরিবেশ প্রতিনিয়ত বিনষ্ট হয়ে যাচ্ছে। সাংবাদিকতা নামক পেশাটাও ইনাদের মতো লোকদের জন্যও এখন হুমকির মুখে।আসুন সকলে মিলে এদের বিরুদ্ধে সোচ্চার হই।’

‎তার এমন মন্তব্যে সাংবাদিকদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার এমন মন্তব্যে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ ঘটনায় ‘আমার দেশ’ প্রতিনিধি মো. জাকির হোসাইন রায়পুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

‎‎রায়পুর প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ঢালী বলেন, ‘এমন ঘটনায় আমি রায়পুরের সাংবাদিক সমাজের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিই। সাংবাদিকদেরকে নিয়ে এমন অপপ্রচার, সাংবাদিক সমাজ মেনে নিবে না। আমরা চাই উনি প্রকাশ্যে সাংবাদিকদের কাছে ক্ষমা চাইবেন, উনার ভুলের জন্য।’

‎‎সাধারণ ডায়েরি এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা রায়পুর থানার এসআই ( নিরস্ত্র) সুদীপ্ত নাথ দীপ্ত বলেন, ‘ডা. মোফাজ্জল হোসেনের উপর আনীত (জিডি) অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আপনারা চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন।’

‎জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এ. কে. এম. ফজলুল হক বলেন, ‘অনিয়ম থাকলে যে কারো বিরুদ্ধে সাংবাদিকরা লিখতে পারেন, তবে যদি কোন অসত্য নিউজ করে তার জন্য আইনী ব্যবস্থা নিবে কিন্তু সাংবাদিকদের জড়িয়ে ফেসবুকে অপপ্রচার ছড়ানো দুঃখজনক। আমি এখানে নতুন আসছি। এখন পর্যন্ত সবাইকে ভালো করে চিনিও না। বিষয়টি শুনলাম আমি সত্যতা যাচাই করে পদক্ষেপ নিবো। আপনারা চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন।’

ময়মনসিংহ-১১ আসনের এমপি প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে শোকজ

আগামী ১২ ফেব্রুয়ারি গণতন্ত্র উত্তরণের দিন: সৈয়দ আবদাল আহমদ

পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২০ জন আহত

যারা নারীদের রাস্তায় দেখলে কাপড় খোলে ফেলার হুমকি দেয় তারা কোন প্রজাতির

কেন্দ্র পাহারা দেবেন, কেউ যেন বাক্স ছিনতাই করতে না পারে

চৌদ্দগ্রামে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ৮

একটি দল সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়: শিবির সভাপতি

যৌথবাহিনীর অভিযানে ওয়াকিটকি ও এ্যামোনিশনসহ আরসা সদস্য আটক

সন্দ্বীপে খোলাবাজারে দেদারসে বিক্রি হচ্ছে পেট্রোল

আপনারা এমন কাউকে নির্বাচিত করবেন, যার দ্বারা দেশ উপকৃত হবে