হোম > সারা দেশ > চট্টগ্রাম

‎হাসিনার রায়ের পর রায়পুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

‎উপজেলা প্রতিনিধি, (রায়পুর) লক্ষ্মীপুর

‎মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে লক্ষ্মীপুরের রায়পুরে উত্তেজনা ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। বিশেষ করে জুলাই আন্দোলনে আহত, নিহত ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যরা এ রায়কে স্বাগত জানিয়ে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন।

‎রায় ঘোষণার পর সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রায়পুর শহীদ ওসমান চত্বরে স্থানীয় জনতা, আন্দোলনকারীদের স্বজনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে আনন্দ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

‎এ সময় অংশগ্রহণকারীরা এই রায়কে ‘ন্যায়ের বিজয়’ বলে দাবি করে উচ্ছ্বাস প্রকাশ করেন। মিছিল শেষে উপস্থিতদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

‎জুলাই আন্দোলনের সময় নিহত ওসমানের এক স্বজন বলেন ‘এই দিনটার অপেক্ষায় ছিলাম। যাদের কারণে এত প্রাণহানি, তারা বিচার পেয়েছে—এটাই আমাদের সান্ত্বনা।’‎

‎এদিকে, রায়পুরের বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরাও রায়ের প্রতি সন্তোষ জানিয়ে বলেন, ‎‘মানবতাবিরোধী অপরাধের বিচারই এই দেশের জনগণের দীর্ঘদিনের দাবি ছিল।’‎

‎রায় ঘোষণার পর পুরো শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে, যদিও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

হাসিনার মৃত্যুদণ্ড রায়ে নোয়াখালীতে উল্লাস, মিষ্টি বিতরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিবি পরিচয়ে গরুবোঝাই ট্রাক ছিনতাই

‘লেডি ফেরাউন হাসিনা হাজার হাজার মায়ের বুক খালি করেছে’

হাসিনার ফাঁসির রায়ে খুশি শহীদ আহসান হাবীবের পরিবার

ফেনীতে নাশকতার চেষ্টাকালে আটক ৯

হাসিনার ফাঁসির রায়ে লক্ষ্মীপুরে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল

মামলাবাজ রশিদের ১৮তম মামলা: আসামি এবার আমার দেশ’র দুই সাংবাদিক

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে চট্টগ্রামজুড়ে উচ্ছ্বাস

হাসিনার রায় কার্যকর না হলে কোনো লাভ নাই: শহীদ ওয়াসিমের বাবা

হাসিনার ফাঁসির রায় দ্রুত বাস্তবায়ন চায় শহীদ ওয়াসিম ও শান্তর পরিবার