চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে র্যাবের ডিএডি আব্দুল মোতালেব হত্যাকাণ্ড ও সরকারি সম্পত্তি ভাঙচুর মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
বৃস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর দুই এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো, ইউনুছ আলী হাওলাদার ও খন্দকার জাহিদ হোসেন।
র্যাব বলছে, গত ১৯ জানুয়ারি বিকেল সাড়ে চারটার দিকে জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে গেলে র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা হয়। মাইকিং করে সংঘবদ্ধ হওয়া চার-পাঁচ শ’ দুষ্কৃতিকারী র্যাব সদস্যদের লক্ষ্য করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে র্যাবের চার সদস্য গুরুতর আহত হন। পরে থানা পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডিএডি মোতালেবকে মৃত ঘোষণা করেন। আহত তিন সদস্য এখনো সিএমএইচে চিকিৎসাধীন।
ঘটনার পর র্যাব-৭ বাদী হয়ে বুধবার রাতে সীতাকুণ্ড থানায় ২৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০–২০০ জনকে আসামি করে মামলা করে।
র্যাব জানায়, মামলার ঘটনার পর পলাতক আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে বায়েজিদ বোস্তামী থানার ইকবাল কনভেনশন হল এলাকার সামনে অভিযান চালিয়ে মো. ইউনুছ আলী হাওলাদার (৬২)কে গ্রেপ্তার করা হয়। তিনি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার গোলখালী এলাকার বাসিন্দা।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিকেল ২টা ২০ মিনিটের দিকে পতেঙ্গা থানার ওয়াসা গলি এলাকা থেকে সন্দেহভাজন আরেক আসামি খন্দকার জাহিদ হোসেন (৩৯)কে গ্রেপ্তার করা হয়। তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।
গ্রেপ্তার দু’জনকে সীতাকুণ্ড থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব–৭–এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া শাখার সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন।