হোম > সারা দেশ > চট্টগ্রাম

নজরুল পুরস্কার পেলেন যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার

জেলা প্রতিনিধি, কুমিল্লা

২০২৪ সালের নজরুল গবেষণা বিভাগে পুরস্কার পেয়েছেন নজরুল গবেষক ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার।

রোববার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ পুরস্কার প্রদান করা হয়। কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী দেশবরেণ্য এই কবির হাতে পুরস্কার তুলে দেন।

নজরুল পুরস্কার পাওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবদুল হাই শিকদার বলেন, 'কাজী নজরুলের জীবনে দুটি উপকূল। একটি নার্গিস, আরেকটি হলো প্রমীলা। কুমিল্লার মাটিতে নার্গিস ও প্রমীলার স্মৃতিমাখা মাটিতে নজরুলের তাৎপর্য আমার কাছে অনেক বেশি।'

তিনি আরো বলেন, 'বেঁচে থাকার জন্য চারটি জিনিস দরকার আলো, বাতাস, খাদ্য ও পানি। জাতি হিসেবেও আমাদের নজরুল দরকার, নজরুলকে ছাড়া আমাদের চলে না। বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বাধীনতা এগুলো হলো অবিভাজ্য সত্তা। দুধ থেকে যেমন সাদা রং আলাদা করা যায় না, তদ্রূপ দেহ থেকে রুহ আলাদা করলে তা অর্থহীন হয়ে যায়। নজরুল আমাদের জীবনে তেমনি প্রাসঙ্গিক।'

তিনি আরো বলেন, 'কুমিল্লায় নজরুলের সফল স্মৃতিসমূহকে যেভাবে ফলক আকারে সংরক্ষণ করা হয়েছে, এটা প্রশংসার যোগ্য। বাংলাদেশের একমাত্র শহর কুমিল্লা, যেখানে নজরুলের সব স্মৃতিফলক আকারে সংরক্ষণ করে রাখা হয়েছে।'

একাত্তরে হিন্দুদের নির্যাতনকারীরাই নবরূপে ফিরে এসেছে

আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিলে কঠোর ব্যবস্থা

স্লোগানকে কেন্দ্র করে বিএনপি–এনসিপি সংঘর্ষ, আহত ১০

যুবলীগ নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

কুমিল্লায় গাড়িবহরে হামলার ঘটনায় ২১৫ জনের নামে মামলা

চাঁদপুরে জামায়াত সেক্রেটারির নির্বাচনি জনসমাবেশ শনিবার

বিএনপি ক্ষমতায় এলে ১৭ বছরের দুর্নীতি বন্ধ হবে

হাসিনার চেয়ে দেশে বড় হুমকিবাজ আর কেউ ছিল না

খালেদা জিয়াকে নিয়ে যা বললেন জামায়াত আমির

লক্ষ্মীপুরে বিকেলে বক্তব্য দেবেন জামায়াত আমির