হোম > সারা দেশ > চট্টগ্রাম

মহাসড়কে রশি টেনে অভিনব কায়দায় ডাকাতি, নিহত ১ আহত ৩

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট ঢালায় ডাকাত দলের হামলায় মোটরসাইকেল আরোহী একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। সড়কের দু'পাশ থেকে রশি টেনে সশস্ত্র ডাকাত দল এই হামলা চালায়।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মধ্যরাত সাড়ে ১২টার দিকে সেনাক্যাম্পের দক্ষিণে এই ঘটনা ঘটে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ডাকাতির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ডাকাত দলের হামলায় নিহত ব্যক্তি হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকার মাহমুদুল হক রিয়াদ (২৬)। আহতরা হলেন উখিয়ার বালুখালীর মো. সাগর (২৮), একই এলাকার নুরুল হোসেন ও ঈদগাঁও এলাকার আবু রায়হান (২৫)। এদের মধ্যে দু’জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্র মতে, তারা দুইটি মোটরসাইকেল নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই মাহমুদুল হকের মৃত্যু হয়েছে। অন্যদের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।

প্রসঙ্গত, মাত্র ২২ দিন আগে ডাকাতের হামলায় নিহত মাহমুদুল্লাহ রিয়াদের স্ত্রী মৃত্যুবরণ করেন। তার দু’টি সন্তান রয়েছে। কয়েকদিনের ব্যবধানে স্বামী-স্ত্রী দু’জনের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজয় দিবসে সাতকানিয়ায় জামায়াতের যুব র‍্যালি

ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাইক রাইডার নিহত

বিজয় দিবসে চট্টগ্রামে শহীদদের স্মরণ

বাঁশখালীর বিষমুক্ত শুঁটকি রপ্তানি হচ্ছে বিদেশে

ঈদগাঁওয়ে সেচ বাঁধের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বাঁশখালীতে একদিনের ব্যবধানে চার অস্ত্র উদ্ধার, আটক ৪

আমাদের কঠোর হতে বাধ্য করবেন না: জেলা প্রশাসক

তিতাসে নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

১৬ ডিসেম্বর ঘিরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা

বেলাবতে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার