চট্টগ্রামের ফিশারীঘাটের আমানা গণি নামে একটি মাছ ধরার ট্রলার ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক হয়েছে অভিযোগ করেছেন ট্রলারটির মালিক সৈয়দ নুর হোসেন। ট্রলারটিতে ২৯ জন জেলে ও মাঝি রয়েছে। তাদের মধ্যে ২৮ জনের বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলায় ও একজনের বাড়ি লক্ষ্মীপুরের রামগতিতে বলে জানা গেছে।
রোববার (১৬ নভেম্বর) বিকালে ট্রলারটির মালিক সৈয়দ নুর হোসেন আমার দেশকে জানান, গত ১২ নভেম্বর ট্রলারটি মাছ ধরার উদ্দেশ্যে চট্টগ্রামের ফিশারী ঘাট থেকে যাত্রা শুরু করে। পরে গত নভেম্বর তারা মহেশখালীর ধলঘাট এলাকায় মাছ ধরতে যায়। ১৫ নভেম্বর রাত আটটায় তাদেরকে আটক করে ভারতীয় কোস্টগার্ড। আমাদেরকে জেলেরা মুঠোফোনে জানিয়েছেন, তাদেরকে ভারতের চব্বিশ পরগণা কোষ্টাল থানা হেফাজতে নিয়েছে। তিনি আরও জানান, শনিবার (১৫ নভেম্বর) রাতে বঙ্গোপসাগরে ঘন কোঁয়াশার পথ হারিয়ে ট্রলারটি ভারতের দক্ষিণ চব্বিশ পরগোনা উপকূলীয় এলাকায় বাংলাদেশ জলসীমানায় অবস্থান করলেও ভারতীয় কোষ্টগার্ড তাদেরকে আটক করে। ট্রলারটির ইঞ্জিন নং-১২২০ কে ০০৮৩৭৭ (বিএসটি-২৭৮)।
তিনি জানান, আমরা নৌ-পুলিশে অভিযোগ করতে গেলে জেলেদের জাতীয় পরিচয়পত্রসহ নানা ধরণের কাগজপত্র প্রয়োজন হওয়ায় করতে পারিনি। আগামীকাল আমরা জিডি করব এবং সামুদ্রিক মৎস্য অধিদপ্তরে অভিযোগ করব। কিন্তু ভারত কি কারণে আমাদের ট্রলার আটক করেছে তা জানতে পারিনি।
তিনি জানান, আটক মাঝিরা হলেন-মোহাম্মদ জাহাঙ্গীর, তার ভাই আবু বক্কর, চালক ফেরদৌস (বাড়ি রামগতি), সায়েদ আলী, বখতিয়ার আলম, শহিদুল্লাহ, আবু ছৈয়দ নূরী, সাইফুল ইসলাম, তাহসীন, সাহাব উদ্দিন, তারেকুল ইসলাম, মিন্নাতু, মোহাম্মদ তারেক, ফুতু আলম, সাজ্জাদ, নেছার আহমদ,সালমান, জসিম উদ্দিন, কালু মিয়া, মিজান, আরাফাত, হারুন, মিঠু, হাসান, পারভেজ ও তৌহিদ। তাদের একজন ছাড়া সবার বাড়ি কক্সবাজারের মহেশখালীতে।
নেছার আহমদের স্ত্রী সালেহা বেগম ট্রলার মালিককে জানিয়েছেন, শনিবার সন্ধ্যা সাতটায় সর্বশেষ স্বামীর সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন তারা ঘন কোয়াশায় পড়ে পথ ভুলে তাদের ট্রলার অজানা গন্তব্যের দিকে যাচ্ছে। ভাগ্যে কি ঘটে জানে না। এরপর রাত ৯টায় ফোন দিলে নেটওয়ার্ক পাওয়া যায়নি। মাঝি মিঠুর স্ত্রী ডলি আকতার জানান, সরকারের কাছে আমাদের অনুরোধ যেন খুব দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।
এ বিষয়ে কোষ্টগার্ডের চট্টগ্রাম বেইস ও সদরদপ্তরের জনসংযোগ শাখায় যোগাযোগ করা হলে বিষয়টি তাদের জানা নেই বলে জানিয়েছেন।