হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম-১২ আসন: ধানের শীষে ভোট চেয়ে মাঠে বিএনপি প্রার্থীর ছেলে

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনি মাঠে সরব প্রচারণা চালাচ্ছেন বিএনপির প্রার্থী এনামুল হক এনামের বড় ছেলে আকিবুল হক। শুক্রবার বিকেলে উপজেলার ভাটিখাইন ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনি সভায় তিনি ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে বাবার জন্য দোয়া চান এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

ভাটিখাইন ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বাইপাস সড়কের পাশে এ নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা ও খরনা ইউপির সাবেক চেয়ারম্যান মফজল আহমদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন নির্বাচনি ইউনিয়নের সমন্বয়কারী ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-অর্থ সম্পাদক মোরশেদুল শফি হিরু। বিশেষ বক্তা ছিলেন বিএনপির প্রার্থী এনামুল হক এনামের বড় ছেলে আকিবুল হক।

ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সেক্রেটারি মো. ইউনুছ, বিএনপি নেতা রেজাউল হক রিজু, মো. ইলিয়াছ মিয়া, শফিউল কবির শপু, মো. নাজিম, আবদুল শুক্কুর, জিয়াউর রহমান, মো. ফারুক, মো. নাছির, মো. জসিম, তালেব মেম্বার, মো. শোয়েব, বাবু সাগর, কাঞ্চন দে প্রমুখ।

বক্তব্যের একপর্যায়ে আগত ভোটাররা বিভিন্ন দাবি-দাওয়ার কথা জানালে বিএনপির প্রার্থী নির্বাচিত হলে প্রতিশ্রুতি রক্ষা করে তা পূরণ করার আশ্বাস দেন আকিবুল হক। প্রধান বক্তার বক্তব্যে মোরশেদুল শফি হিরু বলেন, এবারের নির্বাচনে গরিব মেহনতি মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দেবে। পটিয়ার প্রার্থী এনামুল হক এনাম দীর্ঘ সতেরো বছর নির্যাতিত ছিলেন। তিনি কারাবরণ করেছেন এবং দলের দুঃসময়ে হাল ধরেছেন। পটিয়ার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন। এবার পটিয়ার মানুষ প্রার্থী চিনতে ভুল করবে না। এনামুল হক এনামকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবে।

সভায় এনামুল হক এনাম বলেন, বিএনপি একটি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী দল, যা সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের অধিকার ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে তিনি মাদক, সন্ত্রাস, ইয়াবা ও কিশোর গ্যাংমুক্ত পটিয়া গড়ে তুলবেন। একই সঙ্গে তিনি পটিয়ার জনগণের শান্তি, নিরাপত্তা এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার সার্বিক উন্নয়নই তার প্রধান লক্ষ্য। পটিয়াকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নত জনপদে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খোরশেদ আলম, সদস্য সচিব শফিকুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াছিন আরাফাত, সদস্য সচিব ওহিদুল আলম পিপলু, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হামিদুর রহমান পেয়ারু, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক শাখাওয়াত হোসেন, সদস্য সচিব আবু নোমান চৌধুরী লিটন।

এছাড়া চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়ন, রেজাউল করিম মিজানসহ বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ পথসভায় অংশগ্রহণ করেন। গণসংযোগ ও সভা ঘিরে ছনহরা ইউনিয়নে জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ও উৎসাহ লক্ষ করা যায়।

চৌদ্দগ্রামে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ৮

একটি দল সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়: শিবির সভাপতি

যৌথবাহিনীর অভিযানে ওয়াকিটকি ও এ্যামোনিশনসহ আরসা সদস্য আটক

সন্দ্বীপে খোলাবাজারে দেদারসে বিক্রি হচ্ছে পেট্রোল

আপনারা এমন কাউকে নির্বাচিত করবেন, যার দ্বারা দেশ উপকৃত হবে

ধানের শীষে ভোট দিলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে: সালাহউদ্দিন আহমদ

চাঁদাবাজ, ঋণখেলাপিদের ঘুম হারাম করে দেব: হাসনাত আব্দুল্লাহ

দুই-তিনটি দল ৫৪ বছর দেশটাকে লুটেপুটে খেয়েছে: গোলাম পরোয়ার

ফেনীতে ধারালো অস্ত্রের আঘাতে টমটমচালককে হত্যা

পচা রাজনীতিকে আমরা পালটে দিতে চাই : ডা. শফিকুর রহমান