কুমিল্লায় চার দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি মাদরাসা ছাত্র নাজমুল হাসান মেহেদীর (১৩)। নিখোঁজ ওই শিক্ষার্থী কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের তেলিহাটি গ্রামের দুবাই প্রবাসী আবদুল হালিমের ছেলে। সে কোতয়ালী মডেল থানাধীন রানীরবাজার জামিয়া রশীদিয়া আজিজুল উলুম মাদ্রাসার ছাত্র।
সন্তানের কোনো খোঁজ না পেয়ে নাজমুল হাসান মেহেদীর মা কুলসুম আক্তার কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২৩ জানুয়ারি বিকেলে নাজমুল হাসান মেহেদী কাউকে কিছু না জানিয়ে মাদরাসা থেকে বের হয়ে যায়। এরপর সে আর নিজ বাড়ি কিংবা কোনো আত্মীয়স্বজনের বাড়িতে ফেরেনি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও সোমবার পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
ছেলের সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন বাবা-মা। সন্তানের জন্য কান্না থামছে না তাদের।
নাজমুল হাসান মেহেদীর কোনো সন্ধান পেয়ে থাকলে ০১৬১২২১৪৭৮৮ নম্বরে যোগাযোগ করার জন্য তাঁর মা কুলসুম আক্তার সহৃদয়বান ব্যক্তিদের অনুরোধ জানিয়েছেন।