হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাস্টমসের দুই কর্মকর্তার ওপর সশস্ত্র হামলা

চট্টগ্রাম ব্যুরো

ভাঙচুর করা কাস্টমস কর্মকর্তাকে বহনকারী গাড়ি

চট্টগ্রাম নগরে কাস্টমসের দুই কর্মকর্তার ওপর সশস্ত্র হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে ডবলমুরিং থানাধীন সিডিএ আবাসিক এলাকায় চৌধুরী সুপারশপের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন— চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আসাদুজ্জামান খান ও সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) বদরুল আরেফিন। ওই সময় দুজন প্রাইভেটকারের ভেতরে ছিলেন।

হামলার শিকার রাজস্ব কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, অফিস যাওয়ার পথে হঠাৎ বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলে তিনজন এসে আমাদের গাড়ির গতিরোধ করে। তারপর তারা চাপাতি দিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলে। এ সময় একজন আরেকজনকে বলতে থাকেন, ‘গুলি কর, গুলি কর’। প্রাণ বাঁচাতে গাড়ি থেকে নেমে দৌড় দিই।

তিনি আরো বলেন, হামলাকারীদের তিনজনের মধ্যে দুজন হেলমেট পরিহিত ছিল। আরেকজন হেলমেট পরেনি। হামলার পর তারা মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

তিনি আরো জানান, গত অক্টোবরে তার মোবাইল ফোনে কল দিয়ে হুমকি দেওয়া হয়। পরে বন্দর থানায় নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। এর একমাস পরেই এই হামলা হয়েছে বলে জানান তিনি।

ঘটনার পর কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার এইচএম কবির ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এ ধরনের সশস্ত্র হামলা কর্মকর্তাদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকির ইঙ্গিত দেয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্তে কাজ চলছে। তিনি ধারণা করছেন, পূর্ব শত্রুতার জেরে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে এই হামলা হতে পারে। ‘গুলি কর’ চিৎকার করা হলেও বাস্তবে কোনো গুলি করা হয়নি। এখনো মামলা হয়নি। কাস্টমস কর্মকর্তারা মামলা করলে বা না করলেও পুলিশ নিজ উদ্যোগে প্রক্রিয়া শুরু করবে।

বুড়িচংয়ে যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

‘সন্ত্রাস-অস্ত্র-আত্মগোপন’ তিন তলার আন্ডারওয়ার্ল্ড

আজ চৌদ্দগ্রামে যাচ্ছেন জামায়াত আমির

শহীদদের রক্তের সম্মান দিতে হলে আপনাকে ‘হ্যাঁ’ ভোটের কথা বলতে হবে: সাদিক কায়েম

কৃষি ও ফ্যামিলি কার্ডের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য

নোয়াখালীতে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, আহত ২

এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাত মায়ের গায়ে— জনগণ মেনে নেবে না

একাত্তরে হিন্দুদের নির্যাতনকারীরাই নবরূপে ফিরে এসেছে

আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিলে কঠোর ব্যবস্থা

স্লোগানকে কেন্দ্র করে বিএনপি–এনসিপি সংঘর্ষ, আহত ১০