হোম > সারা দেশ > চট্টগ্রাম

নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ আগামী সপ্তাহে

ফেনীতে মজিবুর রহমান মঞ্জু

জেলা প্রতিনিধি, ফেনী

নির্বাচনকে সামনে রেখে আগামী সপ্তাহে দেশে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটছে বলে জানিয়েছেন এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে ফেনী শহরের একটি কনভেনশন সেন্টারে সাংবাদিক সম্মেলনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজ জন্মস্থান ফেনী-২ আসন থেকে প্রার্থীতার ঘোষণা দিয়ে মজিবুর রহমান মঞ্জু বলেন, ২৫ নভেম্বর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে নতুন জোটটির।

সেই জোট নিয়ে আমরা আপনাদের কাছে আসবো। জুলাই আন্দোলনে অংশ নেওয়া দলগুলোকে নিয়ে আমরা নতুন করে জোট করতে যাচ্ছি। সেখানে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া নতুন দল এনসিপিও থাকবে। এটা রাজনৈতিক জোট হবে। ভোটের বা নির্বাচনের জোট না। নির্বাচনের জোট কিভাবে হবে বা কার সঙ্গে হবে তা আরও পরে।

তিনি আরো বলেন, এখনও স্বাধীন বাংলাদেশের জাতির পিতা ও স্বাধীনতার ঘোষক কে তা নির্ধারণ করা যায়নি। এ দু'টি বিষয়ের বির্তকের অবসান ঘটনা দরকার। সরকারি কর্মচারিরা নিজেদের জনগনের সেবক মনে করেনা, রাষ্ট্রকে নতুন করে গড়তে হবে।বিগত ৫৪ বছরে রাষ্ট্রকে সঠিকভাবে তৈরি করা যায়নি। বিভাজন আর প্রতিহিংসার রাজনীতি হয়েছে। জনগণের কাছে মতাদর্শের চেয়ে বড় বিষয় তার সমস্যার সমাধান করা। আমরা সবাইকে নিয়ে সেই নতুন রাজনীতির কথা বলতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার পরিবর্তনের যে সুযোগ এসেছে, আসুন সবাই মিলে সেই সুযোগ কাজে লাগাই।

মজিবুর রহমান মঞ্জু বলেন, আমি নির্বাচিত হলে ঘাটলায় বসে বিচার করবো না, প্রশাসনের কাজে হস্তক্ষেপ করবো না। জনগণের জন্য যা সরকারি বরাদ্দ আসে তা আমরা জনগণকে জানিয়ে দেবো। মসজিদ বা মন্দিরের জন্য কিছু আসলে তা তাদের জানাবো। আমরা স্থানীয় বিদ্যালয় বা কোনো নির্বাচনে হস্তক্ষেপ করবো না। আমার দলের লোকের জন্য হস্তক্ষেপ করবো না। এ কমিটমেন্টগুলো ফেনীবাসীকে দিচ্ছি। নির্বাচিত হলে আমার যে সুযোগ তা ফেনীর মানুষের জন্য কাজে লাগাবো।

তিনি বলেন , আমাদের সুযোগ ছিল বিএনপির সঙ্গে জোট করে নির্বাচন করার। ফেনীতে কিছু নেতা রয়েছেন যাদের অবদান ছোট করে দেখার সুযোগ নেই। আমি জোট করে এমপি নির্বাচিত হওয়ার পর আমার ওপর তাদের প্রভাব খাটানো অস্বাভাবিক কিছু না। তাই আমি সেই পথে যাইনি।এরপরও সবাই যদি এক হয় তাহলে আপত্তি নেই। কিন্তু কারো মনে কষ্ট দিয়ে বিএনপির সঙ্গে জোট করতে চাই না। ধানের শীষ, দাঁড়িপাল্লার বাইরেও অনেক ভোটার রয়েছে, যাদের মুক্ত চিন্তা করার সুযোগ আছে, আমি তাদের সমর্থন চাইবো।

মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, পুরাতনের রাজনীতি শেষ। আমাদের দলগুলো এখনো পুরাতন নিয়ে পড়ে আছে। নতুনরা নতুন কিছু চায়। নতুনরা পুরাতনের পরিবর্তন চায়। আমরা নতুন কিছু নিয়ে তাদের কাছে আসতে চাই। রাজনৈতিক দলগুলোকেও নতুন কিছু নিয়ে আসার অনুরোধ করবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, জেলা আহবায়ক মাস্টার আহসান উল্লাহ ও সদস্য সচিব ফজলুল হকসহ প্রমুখ।

মওদূদীবাদীদের যে ইসলাম ওটা বোকাস ইসলাম: এ্যানি

‎পরশুরাম কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ

ঘুমধুম সীমান্তে মিয়ানমার সেনা ও বিজিপির ৫ সদস্য আটক

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে সড়ক অবরোধ

কোলাকুলি করে প্রশংসায় ভাসছেন বিএনপি-জামায়াত প্রার্থী

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন: বিএনপির মনোনয়ন ঘিরে প্রকাশ্যে এলো কোন্দল

চিকিৎসা শেষে ফেরার পথে ট্রাকচাপায় নিহত চাচা-ভাতিজা

ঘোষিত সময়ে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হবে নির্বাচন

চট্টগ্রামে থানার টয়লেটে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার

রাউজানে ফার্মে মিলল অস্ত্র–গুলি, ১৫ মামলার আসামি গ্রেপ্তার