হোম > সারা দেশ > চট্টগ্রাম

দক্ষিণ বন বিভাগের ড্রাইভার রঞ্জনের বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি

আমার দেশে সংবাদ প্রকাশের জেরে

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজার দক্ষিণ বন বিভাগ সরকারি গাড়িচালক রঞ্জন কুমার মজুমদারের বিরুদ্ধে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) সকালে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক (টেকনাফ ও উখিয়া) দায়িত্বপ্রাপ্ত মো. মনিরুল ইসলামকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। এছাড়া কমিটির অন্য দুই সদস্য হিসেবে সংশ্লিষ্ট দপ্তরের আরো দুই কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এরআগে, গত ৬ ডিসেম্বর ‘ড্রাইভারে ‘জিম্মি’ কক্সবাজার দক্ষিণ বন বিভাগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

বনবিভাগ সূত্রে জানা যায়, গত ৬ ডিসেম্বর প্রকাশিত ওই সংবাদে রঞ্জন কুমার মজুমদারের বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৭ বছর ধরে একই দপ্তরে কর্মরত থাকার সুযোগে তিনি পাহাড় কাটা, গাছ কাটা, বালু উত্তোলন, ফার্নিচার কারবারিদের ‘লাইন পাস’ নিশ্চিত করা, বিভাগের অভিযানের গোপন তথ্য পাচার এবং অপরাধীদের নিকট থেকে মাসোহারা নেওয়ার মতো অভিযোগে জড়িত। এমনকি তার প্রভাবশালী অবস্থানের কারণে বিভাগের অনেক কর্মকর্তা পর্যন্ত তাকে ভয় করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল-মামুন বলেন, সংবাদে প্রকাশিত অভিযোগ আমরা গুরুত্বসহকারে গ্রহণ করেছি। ইতোমধ্যে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হলে করণীয় হিসেবে কঠোর বিভাগীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

দলীয় কর্মীকে শুয়োরের বাচ্চা বললেন এমপি প্রার্থী

নির্বাচনি মিছিলে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

নির্বাচনে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি: মঞ্জু

টেকনাফে সমুদ্র সৈকত ভেসে আসলো অজ্ঞাত শিশুর লাশ

১২ আওলিয়ার মাজার জিয়ারত করে ধানের শীষের প্রচারে আসলাম চৌধুরী

নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে: সেনাপ্রধান

বিলাসী জীবন ত্যাগ করে সন্দ্বীপবাসীর সেবা করতে এসেছি: অধ্যাপক আমজাদ

জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তাকে হত্যা, গ্রেপ্তার ২

সুষ্ঠু নির্বাচনে সক্রিয় থাকবে সেনাবাহিনী: সেনাপ্রধান

চট্টগ্রামে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা