হোম > সারা দেশ > চট্টগ্রাম

দক্ষিণ বন বিভাগের ড্রাইভার রঞ্জনের বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি

আমার দেশে সংবাদ প্রকাশের জেরে

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজার দক্ষিণ বন বিভাগ সরকারি গাড়িচালক রঞ্জন কুমার মজুমদারের বিরুদ্ধে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) সকালে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক (টেকনাফ ও উখিয়া) দায়িত্বপ্রাপ্ত মো. মনিরুল ইসলামকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। এছাড়া কমিটির অন্য দুই সদস্য হিসেবে সংশ্লিষ্ট দপ্তরের আরো দুই কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এরআগে, গত ৬ ডিসেম্বর ‘ড্রাইভারে ‘জিম্মি’ কক্সবাজার দক্ষিণ বন বিভাগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

বনবিভাগ সূত্রে জানা যায়, গত ৬ ডিসেম্বর প্রকাশিত ওই সংবাদে রঞ্জন কুমার মজুমদারের বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৭ বছর ধরে একই দপ্তরে কর্মরত থাকার সুযোগে তিনি পাহাড় কাটা, গাছ কাটা, বালু উত্তোলন, ফার্নিচার কারবারিদের ‘লাইন পাস’ নিশ্চিত করা, বিভাগের অভিযানের গোপন তথ্য পাচার এবং অপরাধীদের নিকট থেকে মাসোহারা নেওয়ার মতো অভিযোগে জড়িত। এমনকি তার প্রভাবশালী অবস্থানের কারণে বিভাগের অনেক কর্মকর্তা পর্যন্ত তাকে ভয় করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল-মামুন বলেন, সংবাদে প্রকাশিত অভিযোগ আমরা গুরুত্বসহকারে গ্রহণ করেছি। ইতোমধ্যে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হলে করণীয় হিসেবে কঠোর বিভাগীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

গণঅধিকার প্রার্থীর জনসভায় এতো মানুষ আইলো কোইথাইক্কা?

খাগড়াছড়ির পানছড়িতে জামায়াত প্রার্থীর গণসংযোগ

সৌদি আরবে কর্মস্থলে দগ্ধ হয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

কক্সবাজারের ৯ থানায় দায়িত্ব নিলেন নতুন ওসি

গহীন পাহাড় থেকে অস্ত্রসহ ৩ পাচারকারী আটক

নোয়াখালীতে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নৌবাহিনীর নাবিক নিহত

জামায়াত প্রার্থীকে ঢাকের তালে তালে ফুল ছিটিয়ে বরণ

মতলবে ধনাগোদা নদীর সেতুতে ভাঙন, ঝুঁকি নিয়ে যান চলাচল

গোমতী নদী তীরের ফসলি জমির মাটি লুটের মহোৎসব