হোম > সারা দেশ > চট্টগ্রাম

নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হবে: জামায়াত আমির

চট্টগ্রাম ব্যুরো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, আমরা আগেও বলেছি নির্বাচনের দিন গণভোট করার সিদ্ধান্তকে আমরা ভালো চোখে দেখছি না। নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে।

শনিবার বিকেলে চট্টগ্রামের প্যারেড মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় পিআর সম্পর্কে তিনি বলেন, পিআর নিয়ে আমরা এখনও অনঢ় আছি। আমাদের এই দাবি জনগণের স্বার্থেই, ইনশাল্লাহ জামায়াত ক্ষমতায় গেলে পিআর বাস্তবায়ন করা হবে।

তিনি আরো বলেন, জামায়াত নয় জনগণের বিজয় নিশ্চিত করতে আমরা কাজ করছি। চট্টগ্রামেও এসেছি জনগণের বিজয় নিশ্চিত করতে, জনগণের বিজয়ের বার্তা দিতে। জামায়াতের কোনো প্রার্থীর বিজয় হোক সেই কথা বলতে আসেনি, বলছিও না। আমাদের এখন পজেটিভ এজেন্ডা। আমরা কি করব, জাতির জন্য কি ভাবছি সেগুলো করতে করতে আমাদের সময় চলে যাচ্ছে। কারো খোঁচার জবাব দেওয়ার কোনো সময় আমাদের নেই।

জামায়াতের আমির আরো বলেন, আমাদের যুদ্ধ হবে এই দেশকে সত্যিকার মুক্তির স্বাধ এনে দেওয়া, দুর্নীতিমুক্ত করা। আমাদের এই যুদ্ধ আপষহীন। এই যুদ্ধে আমরা এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। আমরা আমাদের গন্তব্যে না পৌঁছা পর্যন্ত আমরা ইনশাল্লাহ থামব না, কোন কিছু আমাদের থামাকে পারবে না। মিডিয়া জাতির দর্পণ, আপনারা বিবেককে শাণিত করবেন। এই যুদ্ধে আপনারাও সামিল হবেন। কারণ দেশ আমাদের সবার। কারো কাছে, কোন পরিবার, দলের কাছে আমরা আমাদের দেশের রাজনীতি ইজারা দেব না। এদেশের মালিক এদেশের জনগণ। তাদের হাতে আমরা ক্ষমতা দিতে চাই।

চট্টগ্রাম প্রসঙ্গে তিনি বলেন, এটি বীর চট্টলা। চট্টগ্রাম হলো ইসলামের গেইওয়ে। একইসাথে মুক্তিযুদ্ধের ঘোষণাও হয়েছে এই এলাকায়। সিপাহী যুদ্ধের সময় এখানকার একটি গৌরবোজ্জল ভূমিকা ছিল।

উল্লেখ্য তিনি চট্টগ্রামের ফিরোজশাহ কলোনী এলাকার ‘’বড় মাদ্রাসায়’’ একটি মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন।

বিএনপি নেতাকে প্রার্থী করার দাবিতে ২০ কিলোমিটার মানববন্ধন

নবীনগরে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে জনসমাবেশ

বিদ্যুৎস্পর্শে সাবেক ওয়ার্ড ছাত্রদল সভাপতির মৃত্যু

২০১৮ সালে বিএনপির দয়ায় জামায়াত নির্বাচন করেছিল: ব্যারিস্টার খোকন

ফরিদগঞ্জে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল শোডাউন

১৬ বছর পর উৎসবমুখর পরিবেশে ফেনী রেড ক্রিসেন্টের ভোটগ্রহণ

ছাত্রদলে এসে প্রমোশন পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

লাকসামে পাঁচ বছরে ১৮ জোড়া ট্রেন চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি

ছোট ফরিংগা সীমান্তে ৩১টি ভারতীয় গরু আটক

বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি পরিবারে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে : মানিক