হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

জেলা প্রতিনিধি, ফেনী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (ফুলগাজী-পরশুরাম-ছাগলনাইয়া) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে খালেদা পক্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ফেনী জেলা কমিটির সভাপতি ফরিদ উদ্দিন খান নয়ন, সেক্রেটারি পার্থ পাল চৌধুরী।

মনোনয়নপত্র সংগ্রহের পর আবু তালেব বলেন, ফেনী-১ আসনটি ম্যাডামের নিজের এলাকা এবং এখান থেকে তিনি টানা ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি আরও বলেন, এ আসনের সাধারণ মানুষ তাদের প্রিয় নেত্রীকে আবারো সংসদ সদস্য হিসেবে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমাদের লক্ষ্য এবার ভোটাররা তাকে সর্বোচ্চ সংখ্যক ভোট উপহার দেওয়া।

বিএনপি প্রধানের এই আসনে প্রার্থী হওয়ার খবরে নির্বাচনি এলাকায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকলে খালেদা জিয়া আবারো বিপুল ভোটে জয়লাভ করবেন বলে দৃঢ় আশা ব্যক্ত করেছেন স্থানীয় বিএনপি নেতারা।

একই আসন থেকে ঢাকা মহানগর বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনুর পক্ষে ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাফর উল্যাহ মজুমদার আরও একটি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

দাগনভূঞায় ফসলি জমির মাটিকাটায় দুই যুবকের কারাদণ্ড

সেই মাসুদের দেখা মিললো কক্সবাজারে!

তারেক রহমানকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট, প্রধান শিক্ষককে শোকজ

এক জেলাতেই প্রবাসী ভোটার ২০ হাজার

মনোনয়ন সংগ্রহ করলেন লায়ন আসলাম চৌধুরী

ঋণের নামে ৬ হাজার ২৪৩ কোটি টাকা আত্মসাৎ

বিএনপি নেতার বসতঘরে নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পায়নি পুলিশ

ফ্লাইওভারের পিলারে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কা, আহত ১১ আনসার সদস্য

কুমিল্লা- ২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন খালেদার জিয়ার সাবেক এপিএস

লিফলেট বিতরণকালে মহিলা দল সভাপতির উপর মোটরসাইকেল উঠিয়ে দিল আ. লীগ নেতা