হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘খালেদা জিয়াকে দেশের প্রয়োজনে হায়াত বাড়িয়ে দাও’

কুমিল্লা প্রতিনিধি

বেগম খালেদা জিয়াকে দেশের প্রয়োজনে হায়াত বাড়িয়ে দাও - মাওলানা মোস্তাক ফয়েজি পীর সাহেব

‘খালেদা জিয়াকে দেশের প্রয়োজনে হায়াত বাড়িয়ে দাও’ -বলে দোয়া করেছেন দেশবরেণ্য আলেম মাওলানা মোস্তাক ফয়েজি।

শনিবার রাতে কুমিল্লায় এক মাহফিলে তিনি এ দোয়া করেন।

এই দেশের জন্য যে মানুষটা স্বামী সন্তানকে হারা হওয়ার পরও আপোষ করেননি বেগম খালেদা জিয়া। মৃত্যুর সাথে তিনি পাঞ্জা লড়ছেন। যে কোনো সময় হয়তোবা কোনো একটা খারাপ সংবাদ এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমরা প্রাণভরে দোয়া চাই। আল্লাহ যেন দেশের প্রয়োজনে বেগম খালেদা জিয়াকে দীর্ঘ হায়াত দান করেন।

কুমিল্লার একটি মাহফিলে কান্না জড়িত কণ্ঠে এসব কথা বলেন দেশ বরেণ্য আলেম হযরত মাওলানা মুস্তাক ফয়েজী পীর।

তিনি আরো বলেন, বড় দুঃখী মানুষ, কিন্তু আপোষ করেননি। দেশটাকে হৃদয় দিয়ে ভালবেসেছেন। আপস করলে সোনার চামচ মুখে দিয়ে রাজনীতি করতে পারতেন। জেলখানায় গিয়েছেন। নিজের ছেলে হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, তারপরও মানুষটা আপোষ করলেন না। এই মানুষটাকে আল্লাহ তুমি দেশের প্রয়োজনে হায়াত বাড়িয়ে দাও ।

আর একটা দোয়া করি একদিন না একদিন তো যেতেই হবে। যেদিন যাবেন ঈমান নিয়ে যেতে কবরে যেতে পারেন, আমিন।

তিনি আরো বলেন, দল-মত নির্বিশেষে যে মানুষটির জন্য সবাই চোখের পানি ফেলে কাঁদছে। ঐক্যের প্রতীক। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। গণতন্ত্রের আপোষহীন নেত্রী । যে মানুষটা বাতিলের সাথে আপোষ করল না। ইসলামের জন্য যে মানুষটা নিজের জীবনকে নিবেদিত প্রাণ করে দিল। সেই বেগম খালেদা জিয়ার দীর্ঘ হায়াত দান করে দাও।

নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল উল্টে বিএনপি নেতা নিহত

চরফ্যাশনে ইসলামী আন্দোলনের সভাপতি যোগ দিলেন জামায়াতে

সন্ত্রাসীদের অভয়ারণ্য সীতাকুণ্ডের ছলিমপুর

নোয়াখালীতে হাজতখানায় পরিবার নিয়ে দুই আ.লীগ নেতার ‘বেয়াইখানা’

সীতাকুণ্ডে নিহত র‍্যাব কর্মকর্তা আব্দুল মোতালেবের দাফন সম্পন্ন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল ভবন নির্মাণ, সংঘর্ষের আশঙ্কা

বাবা… তুমি আমাদের রেখে চলে গেলে কেন?

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানাকে গুড়িয়ে দেওয়া হবে: র‍্যাব ডিজি

বিউটি পার্লার থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিদেশি পিস্তল ও ইয়াবা নিয়ে ধরা মাদক কারবারি বর্মাইয়া রফিক