হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘খালেদা জিয়াকে দেশের প্রয়োজনে হায়াত বাড়িয়ে দাও’

কুমিল্লা প্রতিনিধি

বেগম খালেদা জিয়াকে দেশের প্রয়োজনে হায়াত বাড়িয়ে দাও - মাওলানা মোস্তাক ফয়েজি পীর সাহেব

‘খালেদা জিয়াকে দেশের প্রয়োজনে হায়াত বাড়িয়ে দাও’ -বলে দোয়া করেছেন দেশবরেণ্য আলেম মাওলানা মোস্তাক ফয়েজি।

শনিবার রাতে কুমিল্লায় এক মাহফিলে তিনি এ দোয়া করেন।

এই দেশের জন্য যে মানুষটা স্বামী সন্তানকে হারা হওয়ার পরও আপোষ করেননি বেগম খালেদা জিয়া। মৃত্যুর সাথে তিনি পাঞ্জা লড়ছেন। যে কোনো সময় হয়তোবা কোনো একটা খারাপ সংবাদ এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমরা প্রাণভরে দোয়া চাই। আল্লাহ যেন দেশের প্রয়োজনে বেগম খালেদা জিয়াকে দীর্ঘ হায়াত দান করেন।

কুমিল্লার একটি মাহফিলে কান্না জড়িত কণ্ঠে এসব কথা বলেন দেশ বরেণ্য আলেম হযরত মাওলানা মুস্তাক ফয়েজী পীর।

তিনি আরো বলেন, বড় দুঃখী মানুষ, কিন্তু আপোষ করেননি। দেশটাকে হৃদয় দিয়ে ভালবেসেছেন। আপস করলে সোনার চামচ মুখে দিয়ে রাজনীতি করতে পারতেন। জেলখানায় গিয়েছেন। নিজের ছেলে হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, তারপরও মানুষটা আপোষ করলেন না। এই মানুষটাকে আল্লাহ তুমি দেশের প্রয়োজনে হায়াত বাড়িয়ে দাও ।

আর একটা দোয়া করি একদিন না একদিন তো যেতেই হবে। যেদিন যাবেন ঈমান নিয়ে যেতে কবরে যেতে পারেন, আমিন।

তিনি আরো বলেন, দল-মত নির্বিশেষে যে মানুষটির জন্য সবাই চোখের পানি ফেলে কাঁদছে। ঐক্যের প্রতীক। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। গণতন্ত্রের আপোষহীন নেত্রী । যে মানুষটা বাতিলের সাথে আপোষ করল না। ইসলামের জন্য যে মানুষটা নিজের জীবনকে নিবেদিত প্রাণ করে দিল। সেই বেগম খালেদা জিয়ার দীর্ঘ হায়াত দান করে দাও।

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফেনীতে আমার দেশ পাঠক মেলার উদ্যোগে দোয়া

ভুল অপারেশনে মৃত্যুর অভিযোগে মামলা নিতে পুলিশের গড়িমসি

সন্দ্বীপে শালা–দুলাভাই সিন্ডিকেট: উপজেলা প্রকৌশলীর দুর্নীতি পাহাড়

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে নৌবাহিনীর মহড়া সমাপ্ত

তৌহিদী জনতার বিক্ষোভের মুখে ঢাকাইয়া মেলা পণ্ড

১০ মাস পর অবশেষে সেন্টমার্টিনে যাতায়াত শুরু হচ্ছে কাল

ব্রাহ্মণবাড়িয়া- ৫ আসনে গণঅধিকারের প্রার্থী নজরুল ইসলাম

আইস ও ইয়াবা রাখার দায়ে দুই মাদক কারবারির মৃত্যুদণ্ড

হাটহাজারীতে নিষিদ্ধ আওয়ামী-লীগের ঝটিকা মিছিল

কুমিল্লায় দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ