বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ইসকনের সকল কার্যক্রমকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। ইসকন হলো বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটি বিষফোঁড়ার নাম। ইসকন বাংলাদেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে। আওয়ামী লীগের আমলে এই ইসকনের কার্যক্রমে পারমিশন দেওয়ার কারণে বাংলাদেশের সার্বভৌমত্বকে তারা ভারতের কাছে বিকিয়ে দিয়েছে।
শনিবার দুপুরে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টার মিলনায়তনে পলিটেনিক শিবির এ আয়োজন করে।
তিনি বলেন, যখন হিন্দুরা কোন চাকরি পাইতো, ইসকন তাদেরকে ডেকে নিয়ে যেতো। ডেকে নিয়ে তারা যে বেতন পেতো ইসকন আরো ৫০% বাড়িয়ে দিত। এরকম ইলিগেশনও আমাদের কাছে আছে। ফলশ্রুতিতে ইসকনের হয়ে কাজ করতে হবে এটা তাদের জন্য শর্ত ছিল। ইসকনের কার্যক্রম গুলো আমাদের দেশে এক অপরাজক সংখ্যালঘু ট্রামকার্ড খেলে বাংলাদেশে একটা ক্যু করতে চেয়েছিলো।
নুরুল ইসলাম সাদ্দাম আরো বলেন, আমাদের দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারা রয়েছে। সার্বভৌমত্বকে ধারণ করে সকল ধর্মের সমান অধিকারের কথা আমরা বলছি। রাষ্ট্র কোন ধর্মের প্রতি বিমাতাসুলভ কোন আচরণ করবে না। কিন্তু কোন ধর্মের মানুষগুলো যদি ইনটেশনালি আমার রাষ্ট্রকে আনস্টেবল করতে চায়, তাহলে সেটার ব্যাপারে আমাদের কথা বলতেই হবে।
নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। এছাড়া উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর শহর শিবিরের সাবেক সভাপতি ফয়েজ আহমেদ, শহর শিবির সভাপতি ফরিদ উদ্দিন, লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা শিবিরের সভাপতি আরমান হোসেন শাহাদাত, সেক্রেটারি আবদুল্লাহ আল মারুফসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।