আসতে শুরু করেছেন নেতাকর্মীরা
লক্ষ্মীপুরে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। বেলা সাড়ে ৩টায় তিনি সংসদ নির্বাচন উপলক্ষে জনসভায় বক্তব্য দেবেন। এদিকে সকাল থেকে সভাস্থল লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। মঞ্চ প্রস্তুত । পরিপূর্ণ হচ্ছে মাঠ। এখানেই জুমার নামাজ আদায় করবেন তারা।
জানা যায়, সমাবেশ ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন লক্ষ্মীপুর জেলা জামায়াত। দুপুর ২টা থেকে শুরু হবে সমাবেশের কার্যক্রম। লক্ষাধিক নেতাকর্মী অংশ নেবেন সমাবেশে।
এর আগে আমিরে জামায়াত ফেনী ও নোয়াখালীতে জনসভায় বক্তব্য রেখে লক্ষ্মীপুরে বক্তব্য শেষ করে কুমিল্লায় যাবেন।
জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি অ্যাডভোকেট আতিকুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, ডাকসু ভিপি আবু সাদেক কায়েম, চাকসু ভিপি ইব্রাহিম রনি, জাকসু জিএস মাজহারুল ইসলাম প্রমুখ।
উল্লেখ, ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি একই মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।