হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিবি পরিচয়ে গরুবোঝাই ট্রাক ছিনতাই

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

কুমিল্লার চৌদ্দগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে পনেরোটি গরুবোঝাই ট্রাক ছিনতাই করেছে সংঘবদ্ধ ডাকাত চক্র।

রোববার রাতে এ ঘটনায় অজ্ঞাতনামা ৯-১০ জনের বিরুদ্ধে মামলা করেছে গরু ব্যবসায়ী চট্টগ্রামের লোহাগড়ার মুহাম্মদ আবদুল্লাহ তাওসীফ। সোমবার রাতে তথ্যটি নিশ্চিত করেছেন থানার পরিদর্শক তদন্ত মো. গুলজার আলম।

মামলায় তাওসীফ উল্লেখ করেন, গত ১০-১২ বছর ধরে তাদের গরু ব্যবসার ক্রয়-বিক্রয় প্রতিনিধি হিসেবে নিযুক্ত রয়েছে রাজশাহীর গোদাগাড়ী এলাকার সুলতানগঞ্জের মো. সেলিম মিয়া।

শনিবার সেলিম মিয়ার মাধ্যমে কুষ্টিয়া জেলার বাইলপাড়া হাট থেকে ২৮ লক্ষ ২৮ হাজার টাকা মূল্যের ১৫টি গরু ক্রয় করেন। বিকেল সাড়ে তিনটায় রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার ঠাকুরমারা গ্রামের মো. সেলিমের চালিত ট্রাকে (ঢাকামেট্রো-ট-২০-৫১৯৮) গরু বোঝাই করে চট্টগ্রামের সাতকানিয়া বিজিবি ক্যাম্প এলাকার উদ্দেশ্যে রওয়ানা করে। রাত দেড়টার দিকে ট্রাকটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম পৌরসভার সোনাকাটিয়া এলাকায় পৌঁছে। ওই সময় মহাসড়কে ডিবি পুলিশ পরিচয়ে ৯-১০ জনের একটি টিম লেজার লাইট দিয়ে ট্রাকটি থামানোর সংকেত দেয়। সংকেত পেয়ে চালক মো. সেলিম গরুবোঝাই ট্রাকটি থামায়। ট্রাকে মাদকদ্রব্য আছে বলে ট্রাক চালক, হেলপার ও গরু ক্রয়-বিক্রয় প্রতিনিধিকে কিল-ঘুষি মেরে অজ্ঞাতনামা ডাকাত চক্র তাদেরকে হাইয়েস গাড়িতে উঠায়। এরপর সংঘবদ্ধ ডাকাত চক্র তিনজনের মাথায় অস্ত্র ঠেকিয়ে গামছা দিয়ে হাত-পা ও স্কসটেপ দিয়ে মুখ বেঁধে দেয়। চক্রটি তিনজনের ব্যবহৃত মুঠোফোন ও নগদ টাকা নিয়ে ছিনিয়ে নেয়। এরমধ্যে সংঘবদ্ধ ডাকাত চক্রের দুই সদস্য গরুবোঝাই ট্রাকটি চালিয়ে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যায়। ট্রাক চালক ও হেলপারসহ তিনজনকে বিভিন্নস্থানে ঘুরিয়ে রোববার ভোর রাতে লালমাইয়ে সড়কের পাশে একটি ঝোপে ফেলে যায়। সকালে গরু ব্যবসায়ীর প্রতিনিধি মো. সেলিম মিয়া ব্যবসায়ী তাওসীফের চাচাতো ভাই ইমতিয়াজ মাহমুদকে বিষয়টি অবগত করে। পরবর্তীতে তারা চৌদ্দগ্রাম থানা পুলিশকেও জানায়। সংঘবদ্ধ ডাকাত চক্র ২৮ লক্ষ ২৮ হাজার টাকা মূল্যের ১৫টি গরু, ২০ লাখ টাকা মূল্যের ট্রাক, তিনজনের ব্যবহৃত মুঠোফোন ও নগদ টাকাসহ ৪৮ লক্ষ ৪৫ হাজার ৩০ টাকার মালামাল লুণ্ঠন করে।

মামলায় আরো উল্লেখ করা হয়, সংঘবদ্ধ ডাকাত চক্রের প্রত্যেকে ডিবি পুলিশের পোশাক, জিন্স, ট্রাউজার ও খাকি রঙের প্যান্ট পরিহিত ছিল। এরমধ্যে দুইজনের হাতে দুইটি পিস্তল ও একজনের হাতে একটি হ্যান্ডকাপ ছিল। তাদের বয়স ২৫-৩৫ বছর। প্রত্যেকে কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথাবার্তা বলে।

সোমবার রাতে চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘গরু বোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ী আবদুল্লাহ তাওসীফ বাদি হয়ে অজ্ঞাতনামা ডাকাতচক্রের বিরুদ্ধে মামলা করেছে। সংঘবদ্ধ ডাকাতচক্রকে গ্রেফতার করতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে’।

চরফ্যাশনে ইসলামী আন্দোলনের সভাপতি যোগ দিলেন জামায়াতে

সন্ত্রাসীদের অভয়ারণ্য সীতাকুণ্ডের ছলিমপুর

নোয়াখালীতে হাজতখানায় পরিবার নিয়ে দুই আ.লীগ নেতার ‘বেয়াইখানা’

সীতাকুণ্ডে নিহত র‍্যাব কর্মকর্তা আব্দুল মোতালেবের দাফন সম্পন্ন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল ভবন নির্মাণ, সংঘর্ষের আশঙ্কা

বাবা… তুমি আমাদের রেখে চলে গেলে কেন?

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানাকে গুড়িয়ে দেওয়া হবে: র‍্যাব ডিজি

বিউটি পার্লার থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিদেশি পিস্তল ও ইয়াবা নিয়ে ধরা মাদক কারবারি বর্মাইয়া রফিক

হান্নান মাসউদের পক্ষে পূর্ণ সমর্থন ঘোষণা ১০ দলীয় জোটের