হোম > সারা দেশ > চট্টগ্রাম

মনোনয়ন না পাওয়ায় অবরোধ, বহিষ্কার আসলাম চৌধুরীর ৪ অনুসারী

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের সীতাকুণ্ডে মনোনয়ন না পেয়ে সড়ক অবরোধ করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরীর চার অনুসারীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, গতকাল সোমবার সন্ধ্যার পরে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুণ্ডে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কদম রসুল, ভাটিয়ারী, বানুর বাজার, জলিল গেইট এলাকায় সহিংসতা, হানাহানি, রাস্তা অবরোধসহ নানাবিধ জনস্বার্থ বিরোধী কাজে লিপ্ত হওয়ায় আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন রেজা চৌধুরী, সোনাইছড়ি যুবদলের সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টুকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

এর আগে গতকাল সন্ধ্যায় আসলাম চৌধুরীর মনোনয়ন না দেওয়া ও কাজী সালাউদ্দিনকে মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ৩৮ কিলোমিটার এলাকা অবরোধ করে নেতাকর্মীরা। রাত বাড়ার সাথে সাথে যানজট ৭০ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে৷ যাত্রীবাহী গাড়ির পাশাপাশি চট্টগ্রাম বন্দরের হাজার হাজার যানবাহন সড়কে আটকে থাকে মধ্য রাত পর্যন্ত। মহাসড়কের পাশাপাশি রেলপথ বন্ধ করে দেয় ক্ষুব্ধ আসলাম সমর্থকরা৷ এসময় তারা ঢাকা-চট্রগ্রাম রেললাইনের ১২ টি পয়েন্টে আগুন দেয় এবং বড় বড় গাছ কেটে রেললাইনে ফেলে দেয়৷ এতে নাসিরাবাদ, চট্টলা এক্সপ্রেস সীতাকুণ্ডে ও বেশ কয়েকটি ট্রেন নগরের বটতলী স্টেশনে আটকে পড়ে৷ রাত সাড়ে এগারোটায় অবরোধ প্রত্যাহার করলেও যান চলাচল স্বাভাবিক হতে রাত ২টা গড়ায়।

ব্যর্থ হলে আর নির্বাচনে আসবো না: ফয়জুল করীম

মনোনয়ন বঞ্চিত দোলার সমর্থকদের কুমিল্লা-নোয়াখালী মহাসড়ক অবরোধ

সীতাকুণ্ডে সালাউদ্দিন মনোনয়ন পাওয়ায় আসলাম চৌধুরীর সমর্থকদের ক্ষোভ

চৌদ্দগ্রামে এতিমখানা-মাদ্রাসায় দুম্বার গোসত বিতরণ

মনোনয়ন পেয়ে উজানী পীরের মাজার জিয়ারতে মিলন

চট্টগ্রামে তিন হেভিওয়েট নেতার উত্তরাধিকারী পেলেন বিএনপির মনোনয়ন

কুমিল্লার রামমালা গ্রন্থাগার ডিজিটালাইজেশন করতে হবে: তথ্য উপদেষ্টা

স্ত্রীর পরকীয়ায় ক্ষুব্ধ স্বামী, প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালীতে ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

খালেদা জিয়াকে ফেনী-১ আসনে মনোনয়ন দেয়ায় আনন্দ মিছিল