হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে শুক্রবার রাত থেকে বিদ্যুৎ নেই, অফিস-আদালতে সেবা ব্যাহত

চট্টগ্রাম ব্যুরো

জাতীয় রক্ষণাবেক্ষণ, জরুরি মেরামত ও উন্নয়ন কাজের কারণে সারাদেশের মতো চট্টগ্রাম নগরীতেও গতকাল শুক্রবার রাত থেকে বিদ্যুৎ নেই৷ নগরের স্টেডিয়াম, কোতোয়ালি, রহমতগঞ্জ, পাথরঘাটা এলাকায় শনিবার সকাল থেকেও বিদ্যুৎ সেবা বন্ধ রয়েছে। যা আজ দুপুর ২টা পর্যন্ত চলবে৷ এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিদ্যুৎ, বিক্রয় ও বিতরণ বিভাগের দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী কামাল উদ্দিন আহমেদ।

জানা যায়, ১৩ ডিসেম্বর নগরের পাথরঘাটা, কোতোয়ালির বান্ডিল রোড়, রঙ্গম কনভেনশন হল, স্টেডিয়াম, লাভলেইন, কাজির দেউড়ি, ডিসি বাংলো, সার্কিট হাউজ, চট্টেশ্বরী, চকবাজার, ও আর নিজাম রোড়সহ আশেপাশের এলাকায় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না৷ এছাড়া আগামী ১৫ ডিসেম্বর মুরাদপুর, ফৌজদারহাট, বাড়বকুণ্ড জোনে বিদ্যুৎ থাকবে না৷ তবে গ্রাহকরা অভিযোগ করেছেন, শনিবার সকাল ১০টা থেকে বিদ্যুৎ না থাকার ঘোষণা দেওয়া হলেও শুক্রবার রাত থেকেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

লালখান বাজার এলাকার বাসিন্দা রাজু আহমেদ জানান, শুক্রবার রাতে বিদ্যুৎ গেলেও শনিবার সকালেও আসেনি৷ এতে বাসায় পানি যেমন নেই, তেমনি ফ্রিজের খাবারও নষ্ট হয়েছে।

একটি রেস্টুরেন্টের মালিক সরোয়ার হোসাইন বলেন, বিদ্যুৎ না থাকায় আমাদের ব্যবসায় ভোগান্তি পোহাতে হচ্ছে।

কাজির দেউড়ির একটি অফিসের কর্মকর্তা কাজী আনোয়ার জানান, সকাল থেকে বিদ্যুৎ নেই, ইন্টারনেট না থাকায় অফিসে কোন কাজ করা যাচ্ছে না। আমাদের সকল সেবা ব্যাহত হচ্ছে৷

প্রধান প্রকৌশলী কামাল উদ্দিন আহমেদ জানান, জাতীয় সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে মেরামত ও উন্নয়নের কারণে শাটডাউনের আওতায় বিদ্যুৎ লোডশেডিং রাখা হয়েছে৷ তবে সব এলাকায় একসাথে নয়, শিডিউল করে বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন সময়ে এই রুটিন দেওয়া হয়েছে।

জাহাজভাঙা শ্রমিকদের ন্যূনতম বেতন ৩৬ হাজার টাকা করার দাবি

শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর সাত মামলায় জামিন

হাদির সুস্থতা কামনায় ফেনীতে পাঠকমেলার দোয়া

নবীনগরে এবার গুলিবিদ্ধ অ্যাম্বুলেন্সচালক

মুহুর্মুহু গুলি-মর্টারশেলে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত

লক্ষ্মীপুরে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তা পরিচয়ে ইউএনওকে গ্রেপ্তারের হুমকি পর্যটকের

নিজ দায়িত্বে পোস্টার-ব্যানার অপসারণ করলেন জামায়াত প্রার্থী