ইনকিলাব মঞ্চের আহবায়ক শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা পর্যটন শহর কক্সবাজারেও অনুষ্টিত হয়েছে। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিকেল সাড়ে ৪টায় এ জানাযার আয়োজন করে ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় ঐক্যমঞ্চ।
জানাজাপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, কক্সবাজার শহর জামায়াত সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল, ইসলামি ছাত্রশিবিরের জেলা সভাপতি আবদুর রহিম নূরী, জুলাইযোদ্ধা রায়হান কাশেম, জুলাইযোদ্ধা খালেদ প্রমুখ।