হোম > সারা দেশ > চট্টগ্রাম

দেবিদ্বারে অটোচালকের লাশ উদ্ধার

নিখোঁজের ১২ দিন পর

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

ছবি: আমার দেশ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় নিখোঁজের ১২ দিন পর আলাউদ্দিন (২৮) নামে এক অটোরিকশাচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে বাঙ্গরা বাজার থানার পুলিশ ঘোষঘর পূর্বধইর ইউনিয়নের হিরাপুর কবরস্থানসংলগ্ন বুড়ি নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করে।

নিহত আলাউদ্দিন দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের সুলতান আহমেদের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক এবং তিন সন্তানের জনক।

পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় উপজেলার ফুলতলী এলাকায় অটোরিকশার ত্রুটি ঠিক করার কথা বলে বাড়ি থেকে বের হন আলাউদ্দিন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। ওই রাত থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। পরে দেবিদ্বার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

দীর্ঘদিন কোনো খোঁজ না মেলায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও আলাউদ্দিনের ছবি ছড়িয়ে তাকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করা হয়।

সোমবার বিকেলে হিরাপুর এলাকার বুড়ি নদীর পাড়ে দুর্গন্ধ ছড়াতে থাকলে স্থানীয়রা একটি অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে বাঙ্গরা বাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহতের পরিবারের সদস্যরা লাশটি আলাউদ্দিনের বলে শনাক্ত করেন।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আলাউদ্দিনকে হত্যার পর কচুরিপানার নিচে লাশ লুকিয়ে রাখা হয় এবং তার অটোরিকশাটি ছিনতাই করা হয়। নিখোঁজের প্রায় ১২ দিন পর শিয়ালে টেনে বের করায় লাশটি ভেসে ওঠে। এ সময় একটি পা শিয়ালে খেয়ে ফেলে বলে ধারণা করা হচ্ছে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, বাঙ্গরা বাজার থানায় লাশ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত দেবিদ্বার বা বাঙ্গরা বাজার থানায় এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কোনো থানায় মামলা রুজুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর মামলার প্রক্রিয়া অনুযায়ী অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় টাউন খাল নান্দনিক ও দূষণমুক্ত করতে পরিচ্ছন্নতা অভিযান শুরু

পুলিশের গুলিতে পা হারানো সেই ছাত্রদল নেতা আবারো গ্রেপ্তার

মিয়ানমার থেকে আসা গুলিতে আহত শিশুকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত

সমীর দাসের বাড়িতে জামায়াতের প্রার্থী ডা. ফখরুদ্দিন

খালেদা জিয়ার মতো দেশপ্রেম নিয়ে নেতাকর্মীদের চরিত্র গঠন করতে হবে

সামনে আর কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না

কুমিল্লা-৪ দেবিদ্বারে পোস্টাল ব্যালটের নিবন্ধন ১০ হাজার ছাড়াল

কক্সবাজারের সাবেক পৌর চেয়ারম্যানের আরো এক মামলায় ৫ বছরের কারাদণ্ড

চৌদ্দগ্রামে বাস-ট্রাকের সংঘর্ষে যুবক নিহত, আহত ৫

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইন্স্যুরেন্স কর্মকর্তা নিহত