হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘না’ ভোটের পক্ষে বিএনপি প্রার্থীর ফেসবুক পোস্ট, আ.লীগ নেতাদের সমর্থন

চট্টগ্রাম ব্যুরো

ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে সবাইকে ‘না’-এর পক্ষে রায় দিতে ফেসবুক পোস্টে আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম নগর বিএনপির দুই শীর্ষ নেতা। তারা হলেন নগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ এবং সদস্য সচিব নাজিমুর রহমান।

তাদের এ পোস্ট ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে বিভিন্ন আলোচনা-সমালোচনা। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পলাতক সন্ত্রাসীসহ আওয়ামী লীগ নেতারা এ দুই নেতার পোস্টে সমর্থন দিয়েছেন।

জানা গেছে, গত বুধবার রাতে নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। এতে তিনি লেখেন গণভোট প্রতারণার ফাঁদ। জোর করে জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমি না ভোটের পক্ষে। গণতন্ত্র আর দেশের স্বার্থে আপনিও না ভোট দিন। তার ওই পোস্টের পরপর তীব্র সমালোচনা শুরু হয়। নেটিজেনরা পোস্টের মন্তব্যের কলামে একের পর এক ক্ষোভ ঝাড়তে থাকেন।

রহিম উদ্দিন চৌধুরী নামে একজন লিখেছেন, তোমরা না ভোট দিও, নির্বাচনে জনগণও তোমাদের না করে দেবে। এতে আলী ইউসুফ নামে এক বিএনপিকর্মীও লেখেন, ৩৫ বছর দলের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে মার্কা দেখে ভোট দিয়েছি। এবার নিজের স্বার্থে হ্যাঁ ভোট দেব।

শেখ মহসীন নিলু নামে একজন লেখেন, লুটেরা, ধান্ধাবাজ ও দখলবাজরাই না ভোটের পক্ষে। আর সুশাসনের জন্য হ্যাঁ ভোট। মুস্তফা নঈম নামে আরেকজন লিখেছেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ স্বাক্ষর করেছেন, এখন আবার ডিগবাজি কেন?

মনজুরুর মান্নান লেখেন, ভারতের দালালগুলোই না ভোট দেবে। তবে কেউ কেউ তার সঙ্গে একমত পোষণ করে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মন্তব্য করেছেন। আবার অনেকে গণভোটের বিপক্ষে বিষোদ্গার করে গুজব ছড়িয়েছেন এ দুই বিএনপি নেতার পোস্টে।

একই পোস্ট দিয়েছেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহও। তিনি চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে বিএনপির প্রার্থী। তিনি লিখেছেন, গণভোট প্রতারণার ফাঁদ, জোর করে জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমি না ভোটের পক্ষে। গণতন্ত্র ও দেশের স্বার্থে আপনিও না ভোট দিন।

তার এ পোস্টে আয়াজুল ইসলাম আয়াজ নামে একজন লেখেন, যাদের জন্য আপনারা গণভোটে হ্যাঁ দিতে রাজি না, তাদের জন্য নির্বাচন করতে পারছেন। এমদাদুল হক শিহাব লিখেছেন, তারেক রহমান দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন, শুধু এ কারণে আপনার না দিতে চাচ্ছেন।

এদিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পলাতক সন্ত্রাসী নুরুল আজিম রনিও নাজিমুর রহমানের পোস্ট শেয়ার করে বিএনপিকে ব্যঙ্গ করে লিখেছেন, ভদ্রলোক চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব। তিনি বুঝেছেন, তবে অনেক দেরিতে। ওনার দল স্বাক্ষর করে এসেছিল। সেটা কী বুঝেই করেছিল, নাকি জোসের ঠ্যালায়? যাই হোক জনগণের সঙ্গে প্রতারণার এ দায় বিএনপি এড়াতে পারে না।

তার ওই পোস্টে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা না ভোটের পক্ষে বিএনপিকে বিদ্রুপ করে মন্তব্য করেন। শুধু রনি নয়, তার মতো আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অনেক নেতা এ বিষয়ে পোস্ট করে গুজব ছড়িয়েছেন।

এ বিষয়ে নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, ‘না’ ভোটে প্রতারণা করা হচ্ছে জনগণের সঙ্গে। ‘হ্যাঁ’ ভোট দিতে বলা হচ্ছে। কিন্তু ‘না’ কেন সেটি বলা হচ্ছে না। আমি ব্যক্তিগতভাবে ‘না’ দেব। কিন্তু দলের পক্ষে থাকব। এ সময় বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে উল্লেখ করলে তিনি বলেন, সেখানে নোট অব ডিসেন্ট দেওয়া আছে।

তবে নগর বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহকে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তিনি সাড়া দেননি।

দাঁড়িপাল্লায় সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এলডিপি নেতা

ডা. শফিকুর রহমানকে স্বাগত জানিয়ে ফেনীতে জামায়াতের মিছিল

শেরপুরের ঘটনাই প্রমাণ করে একটি দল নির্বাচন বানচালে তৎপর

নৌপথে অবৈধ অনুপ্রবেশ ও বিশৃঙ্খলা রোধে সজাগ রয়েছি: কোস্টগার্ড মহাপরিচালক

ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা বিএনপির অঙ্গীকার

বিদেশি প্রতিষ্ঠানকে টার্মিনাল ইজারার প্রতিবাদ শ্রমিকদলের

যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে, তারা জনসমর্থন হারাচ্ছে

চট্টগ্রামে হত্যা মামলায় ১ জনের ফাঁসি, ৮ জনের যাবজ্জীবন

বিজয়ী হলে রাঙ্গামাটিকে মডেলায় জেলায় রূপান্তর করা হবে

ফেনীতে মুক্তিপণের দাবিতে শিশু হত্যা: ৩ আসামির মৃত্যুদণ্ড