গ্রামীণ জনপদে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ৩৭ গুণী ব্যক্তিত্বকে সম্মাননা দেয়া হয়েছে। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে তাদের এই সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানের আয়োজক দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ক্রেস্ট দিয়ে তাদের সম্মাননা জানায়। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহমুদুল আলমের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন এই গুণিজনরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। অনুষ্ঠান ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন ও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম এবং অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ হারুন আল রশিদ (বুলবুল মজুমদার)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শতবর্ষ উদযাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা উপনিয়ন্ত্রক খোরশেদ আলম ভূঁইয়া।
অনুষ্ঠান সঞ্চালন করেন আবু হান্নান লাভলু, ওমর ফারুক (শাকিল চৌধুরী), মোমিন শুভ্র ও জিকু।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জমকালো এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিকে শতবর্ষ উদযাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে পাশাপাশি তিন ইউনিয়ন স্থানীয় ভাটরা (লক্ষ্মীপুর), বদলকোট (নোয়াখালী) ও চিতোষীর (চাঁদপুর) সংশ্লিষ্ট গ্রামগুলোতে কয়েকদিন ধরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। অনুষ্ঠানকে সামনে রেখে বড়দিন ও সপ্তাহিক মিলে টানা তিনদিনের ছুটিতে পরিবার - পরিজন নিয়ে পৌষের হালকা শীতে স্কুলের সাবেক শিক্ষার্থীদের অনেকে চলে আসেন গ্রামের বাড়িতে। প্রবাসীদেরও কেউ কেউ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ছুটি নিয়ে গ্রামের বাড়িতে চলে এসেছেন। এককথায় ঈদের আমেজ বিরাজ করছে এসব গ্রামে।
এই শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের নাম দেয়া হয়েছে, ‘স্বর্ণালীশতক’।
প্রসঙ্গত, ১০০ বছর আগে ১৯২৫ সালে স্থানীয় শিক্ষানুরাগী মৌলভী আবদুর রহমানের উদ্যোগে তার নিজ নামে দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়।