হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম ওয়াসার বিল চুরি আটক ২

জড়িত চক্র ওয়াসা ও ব্যাংকের

জমির উদ্দিন, চট্টগ্রাম

চট্টগ্রাম ওয়াসার বিলের টাকা আত্মসাৎ করছিলেন ওয়াসারই একটি সংঘবদ্ধ চক্র। ২০১৬ সাল থেকে ৯ বছর ধরে গ্রাহকের এসব কিস্তির টাকা আত্মসাতের অভিযোগে দু’জনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে, ওয়াসার কর্মকর্তা-কর্মচারী ছাড়াও পাঁচ ব্যাংক কর্মকর্তাও জড়িত বলে প্রমাণ মিলেছে।

সোমবার বিকেলে দু’জনকে আটক করা হয়। আটক করার পর দু’জন টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন। আটক দু’জন হলেন কম্পিউটার অপারেটর আজমির হোসেন ও মিঠুন ঘোষ।

ওয়াসার সিস্টেম অ্যানালিস্ট লুৎফি জাহান চকবাজার থানায় মামলার আবেদন করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. সিরাজুল ইসলাম।

ওয়াসা সূত্র জানায়, চট্টগ্রাম ওয়াসার বড় বড় গ্রাহক রয়েছেন। যাদের মাসিক বিল ৫ থেকে ১০ লাখ টাকা। এসব গ্রাহকদের অনেক সময় এক, দুই বছরের বিলও বকেয়া থাকে। তখন এসব গ্রাহকরা ওয়াসার অনুমোদনে কিস্তিতে টাকা পরিশোধ করেন। গ্রাহকরা কিস্তির টাকা পরিশোধ করে মিডল্যান্ড ব্যাংক, সাউটইস্ট ব্যাংক, জনতা ব্যাংক ও ওয়ান ব্যাংকে।

কিন্তু কিছু কিছু গ্রাহক সম্প্রতি অভিযোগ করেছেন তারা কিস্তির টাকা পরিশোধ করেছেন। কিন্তু ওয়াসার অর্থ বিভাগ এসব টাকা জমা হয়নি বলে জানায়। তারপর তদন্ত করে দেখেন, ওয়াসার কম্পিউটার অপারেটর ও ব্যাংকের কর্মকর্তারা জালিয়াতি করে টাকা আত্মসাৎ করেছেন। এসব টাকা আত্মসাৎ হয়ে আসছে ২০১৬ সাল থেকে।

প্রাথমিকভাবে জানা যায়, এ চক্রের মূলে দু’জন আজমির হোসেন ও মিঠুন ঘোষ। চকবাজার থানা পুলিশ এই দুজনকেআটক করে থানায় নিয়ে আসে।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আনেয়ার পাশা আমার দেশকে বলেন, টাকা আত্মসাতের অভিযোগে দু’জনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি পুলিশ ভালো বলতে পারবে। তবে, আমার পক্ষ থেকে কিছু দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

নোয়াখালীতে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, আহত ২

এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাত মায়ের গায়ে— জনগণ মেনে নেবে না

একাত্তরে হিন্দুদের নির্যাতনকারীরাই নবরূপে ফিরে এসেছে

আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিলে কঠোর ব্যবস্থা

স্লোগানকে কেন্দ্র করে বিএনপি–এনসিপি সংঘর্ষ, আহত ১০

যুবলীগ নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

কুমিল্লায় গাড়িবহরে হামলার ঘটনায় ২১৫ জনের নামে মামলা

চাঁদপুরে জামায়াত সেক্রেটারির নির্বাচনি জনসমাবেশ শনিবার

বিএনপি ক্ষমতায় এলে ১৭ বছরের দুর্নীতি বন্ধ হবে

হাসিনার চেয়ে দেশে বড় হুমকিবাজ আর কেউ ছিল না