ফেনীতে জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে রোববার (১৬ নভেম্বর) জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান ও স্থানীয় জুলাইযোদ্ধারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হেলমেট পরা একদল দুর্বৃত্ত ফেনী থানা সংলগ্ন এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে সটকে পড়ে।
ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে যারা এ অপচেষ্টা চালিয়েছে তাদের শনাক্ত করা হয়েছে। শিগগিরই জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।