মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের পর নোয়াখালীতে কোনো প্রতিবাদ মিছিল হয়নি এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে রায় ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন উচ্ছাস ও সন্তুোষ প্রকাশ করেছে। একে অপরের মাঝে মিষ্টি বিতরণ করেছে।
সোমবার রাতে মিষ্টি বিতরণকালে দ্রুত এ রায় কার্যকরের দাবিও জানিয়েছেন তারা।
শেখ হাসিনার রায় কি ঘিরে নোয়াখালীতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ শতর্ক অবস্থায় রয়েছে। এদিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠন কোথাও যেন, কোন অপ্রীতিকর ঘটনা ও মানুষের জান মালের ক্ষতি সাধন করতে পারে সেজন্য প্রশাসনের পাশাপাশি বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল জেলা জুড়ে সোচ্চার ছিল।
জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো এক প্রতিক্রিয়ায় সোমবার রাত সাড়ে ৮টার সময় জানান, ফ্যাসিস্ট হাসিনা বিগত ১৬ বছর বিরোধী জোটকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে দেশে ঘুম খুন হত্যা মিথ্যা মামলা হামলা জেল জুলুম দমন পীড়নসহ এমন কোনো অপরাধ নাই হাসিনা ও আওয়ামী লীগ করেনি। ফ্যাসিস্ট ও স্বৈরশাসকদের শেষ পরিণতি খুবই ভয়াবহ হয়। আজ মানবতা বিরোধী অপরাধে হাসিনার মৃত্যুদণ্ড রায়ে আমরা খুশি ও আনন্দিত। একই সঙ্গে অতি দ্রুততম সময়ে এ রায় কার্যকর করার দাবি জানাচ্ছি। এ রায়ের মাধ্যমে আগামী দিনে যেন এদেশে কোনো ফ্যাসিস্টের আবির্ভাব না হয়, এটি একটা দৃষ্টান্ত হয়ে থাকবে।
আলো আরো বলেন, শেখ হাসিনার রায়কে ঘিরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠন কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা ও মানুষের জান-মালের কোনো ক্ষতি সাধন করতে পারে সেজন্য প্রশাসনের পাশাপাশি জেলা বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন জেলার অন্তত ৩০টি পয়েন্টে কাজ করেছে।
জেলা শহর মাইজদী মাইজদী বাজার সোনাপুর গ্রেটার নোয়াখালীর প্রধান বাণিজ্যিক নগরী চৌমুহনী সদর সুবর্ণচর বেগমগঞ্জ সোনাইমুড়ি সেনবাগ চাটখিল কোম্পানীগঞ্জ কবিরহাট ও হাতিয়াসহ সকল উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রশাসনের পাশাপাশি কাজ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন এক প্রতিক্রিয়ায় জানান, এ রায়ে আমরা সন্তুষ্ট। শেখ হাসিনাকে দেশে এনে অতি দ্রুত সময় এ রায় কার্যকর করার জোর দাবি জানাই। এ দেশে ভবিষ্যতে যেন আর কোনো স্বৈরশাসক আসতে না পারে এ রায় তার জন্য একটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। এদিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠন কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা ও মানুষের জান মালের যেন কোনো ক্ষতি সাধন করতে পারে সেজন্য প্রশাসনের পাশাপাশি জামায়াত ইসলামী জেলা জুড়ে সোচ্চার ছিল। জেলা শহর মাইজদী সোনাপুর চৌমুহনী সহ জেলার সকল উপজেলায় ও গুরুত্বপূর্ণ স্থানে প্রশাসনের পাশাপাশি মানুষের জান মালের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেজন্য কাজ করতেছে।
র্যাব ১১ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুন্ডু জানান, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা টহল চেকপোস্ট স্থাপন ও তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। নাশকতা ঠেকাতে ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের টহল জোরদার ও সাদা পোশাকে টিম কাজ করছে।
নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মোহাম্মদ ইব্রাহিম জানান, জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা গঠনে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ডিএসবি ডিবি সাদা পোশাকধারী টিম মোবাইল পার্টি মাঠে কাজ করছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসে তল্লাশি কার্যক্রম চলছে। সব মিলিয়ে জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে।