হোম > সারা দেশ > চট্টগ্রাম

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১৯ ডাকাত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারে সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ১৯ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড। রোববার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযানকালে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ ও ১১টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ওই সময় কোস্ট গার্ড ও ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে এক ডাকাত নিহত হয়েছেন।

সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, কক্সবাজারের কলাতলী সমুদ্র এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ফিশিং বোটে ডাকাতির উদ্দেশে অবস্থান করছে। এই খবর পেয়ে গত শুক্রবার রাত ১১টার দিকে সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ ‘সবুজ বাংলা’ ওই এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে দুটি সন্দেহজনক ফিশিং বোটকে থামার সংকেত দিলে তারা সংকেত অমান্য করে আলো নিভিয়ে পালানোর চেষ্টা করে। ওই সময় কোস্ট গার্ড জাহাজ বোট দুটিকে ধাওয়া করলে একটি বোট গতি বাড়িয়ে পালিয়ে যায়। অপর বোট থেকে কোস্ট গার্ড সদস্যদের দিকে গুলি ছোড়া হয়। আত্মরক্ষার জন্য কোস্ট গার্ড সদস্যরা পাল্টা গুলি চালালে ডাকাত দলের সদস্য মো. আনিস (৪০) গুলিবিদ্ধ হয়। পরে বোটটিকে ধাওয়া করে আটক করা হয়।

আটক বোটটিতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ ও ১১টি দেশীয় অস্ত্রসহ ১৯ জন ডাকাত সদস্যকে আটক করা হয়।

এ সময় আহত ডাকাত সদস্যকে জীবিত উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পরে গত শনিবার চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাত ২টা ৫ মিনিটে তিনি মারা যান।

ন্যায়বিচারের আশায় রোহিঙ্গারা

এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি: রুমিন ফারহানা

খালেদা জিয়ার আদর্শ অনুসরণে দায়িত্বশীল নাগরিক হতে পারবে শিক্ষার্থীরা

হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, সেনাবাহিনীর লাঠিচার্জে আহত ২০

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার আসামি গণেশ গ্রেপ্তার

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতে ইসলামী প্রার্থী ডা. আব্দুল মোবিন

সীমান্তে গুলিবিদ্ধ শিশুটি আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন

চুরি-দুর্নীতির চেয়ে ভোট ভিক্ষা সম্মানের: হাসনাত আব্দুল্লাহ

আশুগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান সিরাজুল ইসলাম মোল্লা ফাজিল মাদরাসা

ইউসিবির ৪৭ কোটি টাকা ঋণ কেলেঙ্কারি, দুদকের মামলায় আসামি ৯৩