হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে আগুন জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ অব্যাহত

উপজেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নান। এতে পুষে উঠেছে বিএনপির নেতাকর্মীরা। বুধবার (৫ নভেম্বর) সকাল থেকে ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে তাদের ওপর হামলার চেষ্টা করে।

অপরদিকে মনোনয়ন পাওয়া সাবেক এমপি হারুনুর রশিদের গ্রুপ অবস্থান নিয়েছে আল মদিনা হাসপাতাল এলাকায়। কয়েকটি ককটেল বিস্ফোরণও হয়েছে। সব মিলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

‎বুধবার সকাল থেকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেন। এতে সড়কের দুদিকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, দেখা দেয় চরম ভোগান্তি।

‎বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, বিএনপির রাজনীতির জন্য সর্বস্ব হারানো এমএ হান্নান দীর্ঘদিন কারাবরণ করে মিথ্যা মামলার ঘানি টেনেছেন। ব্যবসাসহ হারিয়েছেন সবকিছু। তিনি এমপি না হয়েও উপজেলার সকল স্তরের মানুষের জন্য নিবেদিতপ্রাণ হিসেবে কাজ করেছেন। এ আসনে বিএনপির নেতাকর্মীদের বক্তব্য- এমএ হান্নানকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেয়া ফরিদগঞ্জের বিএনপির নেতাকর্মীরা কখনো মেনে নেবে না। অবিলম্বে এমএ হান্নানকে মনোনয়ন না দিলে ফরিদগঞ্জে বিএনপির নেতাকর্মীরাসহ সর্বস্তরের মানুষ বৃহত্তর আন্দোলন কর্মসূচি পালন করবেন।

লায়ন হারুনুর রশিদ গ্রুপের অন্যতম নেতা নাছির পাটোয়ারী বলেন, আমাদের নেতা বিএনপির দুর্দিনের এমপি। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজস্ব ও ব্যাংকিং বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদ দলের একজন নিবেদিত ও ত্যাগী নেতা। দলের প্রতি অবদানের প্রতিদানে বিএনপি তাকে মনোনয়ন দিয়েছে। দলের নাম ও পদ ব্যবহার করে যারা বিশৃঙ্খলা সৃষ্টি এবং সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করছেন, তারা কখনো শহীদ জিয়ার আদর্শের বিশ্বাসী হতে পারে না। আমরা মনে করি তারা পতিত স্বৈরাচার হাসিনা ও ফ্যাসিবাদীদের অনুসারী।

‎এদিকে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীদের সড়ক অবরোধের কারণে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রায় ৪ কিলোমিটার সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

‎ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম জানান, এমএ হান্নান চৌধুরী-সমর্থিত বিক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীদের অবরোধের কারণে সড়কে যানজট তৈরি হয়েছে। বিক্ষোভকারীদের বুঝিয়ে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন তারা। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

সংকটময় মুহূর্তে সকল রাজনৈতিক দলের আলোচনায় বসা জরুরি: ড. তাহের

গণসংযোগে ঢুকে দুই হাত দূর থেকে বিএনপি প্রার্থীকে গুলি

পরশুরামে বৃষ্টি ও ঝড়ো বাতাসে হেলে পড়েছে আধা পাকা ধান

এনসিপি মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে: হাসনাত আব্দুল্লাহ

তিতাসে প্রকল্পের কাজ না করেই বিল উত্তোলন, দুদকের অভিযান

অপহরণের ২৩ দিন পর চারজনকে ঝিকরগাছা থেকে উদ্ধার, গ্রেপ্তার ৪

কুমিল্লা-১০, মনোনয়ন না দেওয়ায় রেল লাইন অবরোধ করে বিক্ষোভ

জানা গেল বিএনপি প্রার্থীর সঙ্গে গুলিবিদ্ধ হয়ে নিহতের পরিচয়

মহালছড়িতে বাজারে আগুন, ২৩টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

এনসিপির কেন্দ্রীয় সংগঠক ফেনীর রিজভীকে অব্যাহতি