হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে রেললাইনের ফিশপ্লেট বিচ্ছিন্ন করে নাশকতার চেষ্টা

জেলা প্রতিনিধি, ফেনী

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী অংশে ফিশপ্লেট বিচ্ছিন্ন করে নাশতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (৮ নভেম্বর) জেলার দক্ষিণ সহদেবপুর এলাকায় এ অপচেষ্টা চালানো হয়।

এ সময় দুর্বৃত্তরা বেশকিছু নাট খুলে ফিশপ্লেট আলাদা করে সিগন্যাল বাতির সাথে বাঁকা করে বেঁধে দেয়। খবর পেয়ে জিআরপি, পুলিশ ও রেল কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মেরামত কাজ করায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

স্থানীয়রা জানায়, গেটম্যান আমিনুল ইসলাম সকালে দায়িত্ব পালনে গিয়ে রেললাইনের ওপর এক টুকরো কাপড় ও খুলে ফেলা রেল বিট দেখতে পান। তাৎক্ষণিক তিনি বিষয়টি রেল পুলিশকে অবহিত করলে দেড়ঘণ্টা মেরামতকাজ করে লাইন সচল করা হয়।

ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মো. হারুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেনী রেলস্টেশন থেকে প্রায় ১ হাজার ৫০০ মিটার দূরে দক্ষিণ সহদেবপুর রেলওয়ে ব্রিজসংলগ্ন এলাকায় রাতের আঁধারে রেলপথের যন্ত্রাংশ খুলে ফেলে দুর্বৃত্তরা। তারা রেলপথের আপলাইনে ৮৯ দশমিক শূন্য ১ অংশে একটি রেল বিটের ফিশপ্লেট, ছয়টি নাট, ২০টি কার্ড স্লিপার ও ৪০টি ইআরসি খুলে ফেলে। পরে তারা রেলবিটটি এক ফুট দূরে পাশের সিগন্যাল বাতির খুঁটির সঙ্গে বেঁধে দিয়ে পালিয়ে যায় ।

তিনি আরো বলেন, এটি পরিকল্পিত নাশকতার চেষ্টা বলে আমরা ধারণা করছি। দুর্বৃত্তদের এ ঘটনায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল সোয়া ৭টার বদলে সকাল সোয়া ৯টায় নির্ধারিত সময়ের ২ ঘণ্টা পরে অতিক্রম করে। এতে যাত্রীদের ভোগান্তি হয়েছে।

এ বিষয়ে ফেনী রেলওয়ের প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সারোয়ার আলম বলেন, এটি নাশকতা অথবা মাদকাসক্তদের কাণ্ড হতে পারে। এ বিষয়ে আমরা লাকসাম জিআরপি একটি অভিযোগ দায়ের করেছি।

চরফ্যাশনে ইসলামী আন্দোলনের সভাপতি যোগ দিলেন জামায়াতে

সন্ত্রাসীদের অভয়ারণ্য সীতাকুণ্ডের ছলিমপুর

নোয়াখালীতে হাজতখানায় পরিবার নিয়ে দুই আ.লীগ নেতার ‘বেয়াইখানা’

সীতাকুণ্ডে নিহত র‍্যাব কর্মকর্তা আব্দুল মোতালেবের দাফন সম্পন্ন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল ভবন নির্মাণ, সংঘর্ষের আশঙ্কা

বাবা… তুমি আমাদের রেখে চলে গেলে কেন?

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানাকে গুড়িয়ে দেওয়া হবে: র‍্যাব ডিজি

বিউটি পার্লার থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিদেশি পিস্তল ও ইয়াবা নিয়ে ধরা মাদক কারবারি বর্মাইয়া রফিক

হান্নান মাসউদের পক্ষে পূর্ণ সমর্থন ঘোষণা ১০ দলীয় জোটের