হোম > সারা দেশ > চট্টগ্রাম

জব্দকৃত ৭ হাজার প্যাকেট বিদেশি সিগারেট থেকে ৪ হাজারই গায়েব

ওসি বললেন, ‘আমি জানি না’

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

চট্টগ্রাম বিমানবন্দর থেকে আসা একটি প্রাইভেটকার আটক করে তিন হাজার প্যাকেট বিদেশি সিগারেট উদ্ধার করেছে পুলিশ। তবে স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই গাড়িটিতে সাত হাজার প্যাকেট সিগারেট ছিল। এতে প্রশ্ন উঠেছে— বাকি চার হাজার প্যাকেট সিগারেট কোথায় গেল?

গত শনিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় এ ঘটনা ঘটে। সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লাবিব আব্দুল্লাহর নির্দেশে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে বিমানবন্দর থেকে আসা একটি প্রাইভেটকার আটক করে। গাড়িটি তল্লাশি করে দুটি কার্টুন ও দুটি টলি ব্যাগের ভেতর থেকে তিন হাজার প্যাকেট বিদেশি ‘মন্ড’ ও ‘ম্যানচেস্টার কুইন’ সিগারেট এবং একটি ল্যাপটপ জব্দ করা হয়।

এ ঘটনায় প্রাইভেটকারসহ চারজনকে আটক করা হয়। তারা হলেন—ফিরোজ মিয়া (৪৮), আব্দুল মোতালেব (৩৯), মো. বেলাল (৫২) ও হাবিব ছৈয়াল (৪৮), সকলেই ফেনী জেলার বাসিন্দা।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা বলেন, অতিরিক্ত পুলিশ সুপার লাবিব আব্দুল্লাহর নির্দেশে মহাসড়কে অভিযান চালিয়ে প্রাইভেটকারটি আটক করি। গাড়ি তল্লাশি করে ৩ হাজার প্যাকেট বিদেশি সিগারেট ও একটি ল্যাপটপ পাই। গাড়ি ও মালামাল জব্দ করা হয়েছে। রোববার বিকেলে আটককৃত ৪ জনকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

তবে ঘটনাটিকে ঘিরে একাধিক প্রশ্ন উঠেছে। স্থানীয় সূত্র দাবি করেছে— বিমানবন্দর থেকে গাড়িটি ছাড়ার সময় সেখানে মোট সাত হাজার প্যাকেট সিগারেট ছিল। কিন্তু পুলিশের জব্দ তালিকায় সংখ্যাটি কমে তিন হাজার প্যাকেটে দাঁড়িয়েছে। স্থানীয় ব্যবসায়ী জাহিদুল আনোয়ার চৌধুরী বলেন, পুলিশের তালিকায় তিন হাজার বলা হলেও স্থানীয়দের ধারণা অন্তত সাত হাজার প্যাকেট ছিল। তাহলে বাকি চার হাজার প্যাকেট সিগারেট কোথায় গেল, সেটিই এখন বড় প্রশ্ন।

আরেকটি বিতর্ক সৃষ্টি হয়েছে গাড়িচালককে মামলার আসামি করা নিয়ে। স্থানীয়দের অনেকেই মনে করছেন, প্রাইভেটকারটি ভাড়া করা হয়েছিল—সিগারেট বহনের বিষয়ে চালক অবগত ছিলেন না। ভাড়ায় চালিত গাড়ির ড্রাইভার জানবেন কীভাবে কার্টনের ভিতরে কী আছে? —মন্তব্য স্থানীয় বাসিন্দাদের।

ঘটনার বিষয়ে জানতে অতিরিক্ত পুলিশ সুপার লাবিব আব্দুল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি টেলিফোনে বলেন, আমি অফিসে আসলে সাক্ষাতে বলব। পরে তাকে ফোন দিলে তিনি জানান, এ বিষয়ে তিনি কোনো বক্তব্য দেবেন না। ডিবি এডিসি রাসেলের সাথে যোগাযোগ করুন তিনি বক্তব্য দেবেন । তবে ডিবি রাসেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

৪ হাজার প্যাকেট সিগারেট গায়েব হওয়ার বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান আমার দেশকে বলেন, কত হাজার প্যাকেট সিগারেট ছিল সেটা আমি জানি না, মামলার তদন্তকারী কর্মকর্তা বলতে পারবেন।

পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আটককৃতরা বিদেশি সিগারেট শুল্ক ফাঁকি দিয়ে বিমানবন্দর থেকে বাহিরে নিয়ে আসছিলেন। তবে এসব সিগারেট কোন দেশের, সে বিষয়ে নিশ্চিত তথ্য দিতে পারেননি ফাঁড়ির ইনচার্জ আইসি সোহেল রানা।

চট্টগ্রামে বাবলা খুনের আসামি রায়হানের খোঁজে র‌্যাব

১৩ নভেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ম্যাসাকারের পরিকল্পনা আ.লীগের

বিএনপি কর্মী খুনে বিদেশি পিস্তল, ধরা পড়ল ছয় শ্যুটার

ভারতীয় আধিপত্য বিরোধী সংসদ গঠিত হোক: হাসনাত

বিএনপি নেতা তোতা চেয়ারম্যানের খুনিদের নিয়ে ধানের শীষের প্রচারণা

খাগড়াছড়ি কারাগার থেকে দুই আসামির পলায়ন, একজন আটক

পটিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

দেবিদ্বারে জামায়াতের এমপি প্রার্থী জনসংযোগ

ফরিদগঞ্জ বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

চট্টগ্রাম বন্দরের বর্ধিত নতুন ট্যারিফ এক মাসের জন্য স্থগিত