হোম > সারা দেশ > চট্টগ্রাম

আপনারা এমন কাউকে নির্বাচিত করবেন, যার দ্বারা দেশ উপকৃত হবে

চৌদ্দগ্রামে নির্বাচনি জনসভায় ডা. তাহের

জেলা প্রতিনিধি, কুমিল্লা

বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আপনারা এমন কাউকে নির্বাচিত করবেন, যার দ্বারা সমগ্র দেশ উপকৃত হবে। আপনারা যদি মনে করেন আমি আপনাদের পাশে থাকবো, তাহলে আপনারা দাড়িপাল্লায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবক হিসেবে নির্বাচিত করুন।

শনিবার দুপুর বারোটায় কুমিল্লা চৌদ্দগ্রামে পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ১১ দলীয় নির্বাচনি জনসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, চৌদ্দগ্রাম ছিল একটি বিশৃঙ্খল, রাহাজানি, রক্তাক্ত জনপদ, আমি নির্বাচিত হয়ে এই জনপদের উন্নয়নের দিকে মনোযোগ দেই। আমি কথা দিয়েছিলাম এখানে কোন দলীয় মারামারি, হানাহানি থাকবে না। আর কোনো রক্ত ঘটবে না, রাজনৈতিক কোন্দল হবে না। আমার সময়ে আমি এটা থামিয়ে দিয়েছি চৌদ্দগ্রামে।

ঠিক তেমনি যখন গণ অভ্যুত্থানের পর আমাকে ফোন দিতে দেওয়া হয়, আমি প্রথম ফোন দিয়েছি আমার চৌদ্দগ্রামে। আমি বলেছি, আমার এলাকায় যেন কোনো ভাংচুর না হয়, রক্তাক্ত না হয়, আগুন লাগানো চৌদ্দগ্রামের আকাশে যেন কোনো ধোয়া না দেখা যায়। কোনো প্রতিশোধ প্রবন হওয়া যাবে না।

জনসভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্যে দলটির আমির ডা. সফিকুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় আসলে আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মন্ত্রী পরিষদের সিনিয়র সদস্য হবেন।

এতে আরও বক্তব্য রাখনে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি সিগবাতুল্লাহ , ডাকসুর ভিপি সাদিক কায়েম।

ময়মনসিংহ-১১ আসনের এমপি প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে শোকজ

আগামী ১২ ফেব্রুয়ারি গণতন্ত্র উত্তরণের দিন: সৈয়দ আবদাল আহমদ

পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২০ জন আহত

যারা নারীদের রাস্তায় দেখলে কাপড় খোলে ফেলার হুমকি দেয় তারা কোন প্রজাতির

কেন্দ্র পাহারা দেবেন, কেউ যেন বাক্স ছিনতাই করতে না পারে

চৌদ্দগ্রামে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ৮

একটি দল সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়: শিবির সভাপতি

যৌথবাহিনীর অভিযানে ওয়াকিটকি ও এ্যামোনিশনসহ আরসা সদস্য আটক

সন্দ্বীপে খোলাবাজারে দেদারসে বিক্রি হচ্ছে পেট্রোল

ধানের শীষে ভোট দিলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে: সালাহউদ্দিন আহমদ