শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ফেনীতে নাশকতার চেষ্টাকালে ৯ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মলনে ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান জানান, ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য পলাতক আলাউদ্দিন আহমেদ নাসিমের পক্ষে সোনাগাজী উপজেলার দক্ষিণ আফ্রিকা প্রবাসী রাজুর অর্থায়নে কয়েকজন লালপোল এলাকায় যানবাহনে আগুন দেয়ার চেষ্টা করে।
এসময় আবদুল্লাহ আল মাসুম ও রাজু নামে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে কেরোসিন, পেট্রোল, গ্যসলাইটার জব্দ করা হয়।এছাড়া শহরের মহিপাল থেকে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৭ কর্মীকে আটক করে ফেনী মডেল থানা পুলিশ।