হোম > সারা দেশ > চট্টগ্রাম

চায়ের দোকান থেকে অস্ত্রের মুখে ৬ কিশোর অপহরণ

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার

অস্ত্রধারীদের নিরাপদ জোনে পরিণত হয়েছে কক্সবাজার জেলার টেকনাফের বাহারছড়া ইউনিয়ন। রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় বাহারছড়ায় চায়ের দোকানে আড্ডা দেয়ার সময় অস্ত্রের মুখে ৬ কিশোরকে অপহরণ করে পাহাড়ে নিয়ে গেছে ডাকাত দল। টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী গ্রামে এ ঘটনা ঘটে।

অপহৃত কিশোররা হলেন টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ শীলখালীর অছিউর রহমানের ছেলে মো. মামুন (১৪), আবুল কাসেমের ছেলে আনোয়ার হোসেন (১৬), মো. ইসলামের ছেলে গিয়াস উদ্দিন (১৭), হাসান আলীর ছেলে আবু বক্কর ছিদ্দিক (১৪), আইয়ুব আলীর ছেলে মো. শাহিন (১৫), মো. আব্দুল্লাহর ছেলে মো. ইসমাইল (১৪)।

তবে অপহৃতদের মধ্যে মো. শাহিন ও মো. ইসমাইল কৌশলে পালিয়ে আসতে সক্ষম হয়েছে।

বাহারছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাফেজ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যায় শিশু-কিশোররা খেলাধুলা শেষে চায়ের দোকানে আড্ডা করার সময় পাহাড় থেকে নেমে আসা ১০-১২ জন অস্ত্রধারী ডাকাত তাদের ছয়জনকে জিম্মি করে গহিন পাহাড়ের দিকে নিয়ে যায়। অপহৃতদের বয়স ১৩ থেকে ১৭ বছর।

শীলখালীর বাসিন্দা আজিজ উল্লাহ জানান, বঙ্গোপসাগর ও পাহাড় বেষ্টনীর এই বাহারছড়া ইউনিয়নে চুরি, ডাকতি, অপহরণ, মুক্তিপণ নিত্যদিনের ঘটনা। এখানকার মানুষ বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। টেকনাফের পাহাড়সংলগ্ন গ্রামের একটি চায়ের দোকানে বসা ৬ কিশোরকে অস্ত্র ঠেকিয়ে অপহরণ করেছে সশস্ত্র ডাকাতরা। তবে অপহৃতদের মধ্যে দুইজন কৌশলে পালিয়ে আসতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা পাহাড়ে অভিযান চালায়। তবে রাত পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

কক্সবাজার জেলা জামায়াতের আমির ও উখিয়া-টেকনাফ-৪ সংসদীয় আসনের দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমেদ আনোয়ারী জানান, টেকনাফের বাহারছড়ায় আবারো প্রকাশ্যে অপহরণের ঘটনা ঘটেছে। আমরা এ ঘটনায় শঙ্কিত, উদ্বিগ্ন। তিনি দ্রুত বাহারছড়ার মানুষের নিরাপত্তা বিধানের জোর দাবি জানান।

এ বিষয়ে বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, অপহরণের খবর পেয়ে পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে সন্ধ্যার পর থেকেই গভীর পাহাড়ে অভিযান পরিচালনা করা হয়। অপহৃতদের উদ্ধারে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে।

চট্টগ্রামে বস্তির আগুন নিয়ন্ত্রণে

আনসার-ভিডিপি ব্যাংকের ১০ কোটি টাকা আত্মসাৎ, ম্যানেজার গ্রেপ্তার

আজ থেকে সেন্টমার্টিনে রাতযাপনের অনুমতি পাচ্ছেন পর্যটকরা

নিদারুণ কষ্টে পরশুরামের মেজবাহারের পরিবার

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফেনীতে আমার দেশ পাঠক মেলার উদ্যোগে দোয়া

ভুল অপারেশনে মৃত্যুর অভিযোগে মামলা নিতে পুলিশের গড়িমসি

‘খালেদা জিয়াকে দেশের প্রয়োজনে হায়াত বাড়িয়ে দাও’

সন্দ্বীপে শালা–দুলাভাই সিন্ডিকেট: উপজেলা প্রকৌশলীর দুর্নীতি পাহাড়

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে নৌবাহিনীর মহড়া সমাপ্ত

তৌহিদী জনতার বিক্ষোভের মুখে ঢাকাইয়া মেলা পণ্ড