হোম > সারা দেশ > চট্টগ্রাম

জঙ্গল সলিমপুরে সংঘর্ষের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিপুরে সন্ত্রাসীদের দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মেম্বারকে বহিষ্কার করা হয়েছে৷

সোমবার সন্ধ্যায় তাকে বহিষ্কার করা হলেও বিষয়টি মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে৷ যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিততে এ বিষয়টি নিশ্চিত করা হয়। একইসাথে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মোজাম্মেল হক তালুকদারকেও বহিষ্কার করা হয়েছে।

এতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মোজাম্মেল হক তালুকদার ও উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মেম্বারকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হলো৷ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়য় এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না৷ যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতভর সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ও আলীনগর দখল নিয়ে সন্ত্রাসীদের দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়৷ শনিবার ভোরে একজন নিহত হয়৷ পরদিন রোববার সংবাদ সংগ্রহে গেলে চট্টগ্রামের বেসরকারি টেলিভিশন "এখন" এর ব্যুরো প্রধান হোসাইন আহমেদ জিহাদ ও চিত্র সাংবাদিক মো.পারভেজের উপর সন্ত্রাসী হামলা হয়৷ এতে তারা মারাত্মক হয়ে হাসপাতালে ভর্তি আছেন৷ অভিযোগ উঠেছে, যুবদল নেতা রোকন উদ্দিন মেম্বার একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছিলেন৷

নোয়াখালী-৫ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে, যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়: তারেক রহমান

ভুল করে হাসিনাকে প্রধানমন্ত্রী বললেন এমপি প্রার্থী জয়নাল আবেদীন

ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নেবেন: তারেক রহমান

চার দিনেও খোঁজ মিলেনি মাদরাসা ছাত্র মেহেদীর

যাকে চিনি না, তাকে ভোট দেব কেমনে? আসিফ মাহমুদকে জুলাই শহিদের মা

ফেনীতে বিএনপির জনসভায় ১৫ সাংবাদিকসহ আহত ৪০

ট্রানজিট বাণিজ্যের কেন্দ্র হবে চট্টগ্রাম : আমির খসরু

চৌদ্দগ্রামে ‘হ্যাঁ’ ভোটের প্রচারে এনসিপির অ্যাম্বাসেডর সুফিয়ান

ধর্মের উছিলায় রাজনীতি করছে একটি দল: সালাহউদ্দিন আহমদ