হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাজনৈতিক দলগুলোর সম্মিলিত আনন্দ মিছিল

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আদালতের ফাঁসির আদেশে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সম্মিলিত আনন্দ মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।

সোমবার (১৭ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোড থেকে সাইনবোর্ড এলাকায় মিছিল করে তারা। এসময় জামায়াত, ছাত্রদল, এনসিপি, আপ বাংলাদেশ'র নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করে।

এসম উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ থানার আমির কফিল আহম্মদ, সহকারী সেক্রেটারী ‎সাইফুল ইসলাম রনি, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের জিলানী হীরা, আপ বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য মীর ছিবগাতুল্লাহ তকি, আলী আম্মার মুয়াজ, সাইফুল্লাহ গালিব, নারায়ণগঞ্জ মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিবুল হাসান রোকন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব জুবায়ের হোসেন, মহানগরের আহ্বায়ক সদস্য মেহেদী সম্রাট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মেহরাব হোসেন প্রভাত প্রমুখ।

‎তারা বলেন, স্বৈরাচার হাসিনার প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। খুনি হাসিনার অন্যায়ের তুলনায় এই শাস্তি খুবই কম আমরা সকল দলের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানাতে চাই অতি দ্রুত ইন্টারপোলের মাধ্যমে খুনি হাসিনাকে দেশে এনে ফাঁসি কার্যকর করতে হবে।

এর আগে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয় ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এর নারায়ণগঞ্জ মহানগরের নেতাকর্মীরা। রায় ঘোষণার আগ পর্যন্ত তারা শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

বিএনপি বিদ্রোহী প্রার্থীর পক্ষে আ. লীগ নেতাদের প্রকাশ্য তৎপরতা

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

পটিয়ায় বাসের ধাক্কায় নৌবাহিনীর কর্মকর্তা নিহত

ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি যোগ দিলেন জামায়াতে

মেম্বারের ছেলের হাঁস চুরির বিচার করায় তিনজনকে কুপিয়ে জখম

সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁওয়ে বিএনপির ২০ নেতা বহিষ্কার

এবার টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুরের কবরে গোবিন্দ প্রামানিক

গোপালগঞ্জে জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল নিক্ষেপ

ধামরাইকে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকমুক্ত করব : মুফতি আশরাফ

ফরিদপুরে থানা থেকে লুট হওয়া গোলাবারুদ উদ্ধার