হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু

উপজেলা প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ)

ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় চট্টগ্রামগামী ঢাকা মেইল ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার হয়েছে। ফলে সকাল সাড়ে ১০টার দিকে এই রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনার কারণে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রেলওয়ে সূত্র জানায়, রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রামগামী ঢাকা মেইল ট্রেনটি ভৈরব স্টেশনের ১ নম্বর লাইন থেকে ২ নম্বর লাইনে ক্রসিং করার সময় আউটার এলাকায় একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে রেললাইনটি সম্পূর্ণ ব্লক হয়ে পড়লে ওই রুট দিয়ে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে সকাল ৭টার দিকে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন (রিলিফ ট্রেন) ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রায় সাড়ে তিন ঘণ্টার উদ্ধারকাজ শেষে সকাল সাড়ে ১০টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করলে ট্রেন চলাচল শুরু হয়।

এদিকে এ দুর্ঘটনায় আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেস, এগারসিন্দুর এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে আটকা পড়ে।

এছাড়া কিশোরগঞ্জগামী এগারসিন্দুর, সিলেটগামী পারাবত এক্সপ্রেস, ঢাকাগামী চট্টগ্রাম মেইল ও তূর্ণা নিশীথা এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন আশপাশের বিভিন্ন স্টেশনে আটকে থাকে।

এতে করে ওই সব ট্রেনের হাজার হাজার যাত্রীর যাত্রা বিলম্বজনিত কারণে দুর্ভোগের শিকার হন।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটে ককটেল বিস্ফোরণ

বগি লাইনচ্যুত, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

ফেনসিডিলের বিকল্প সিরাপের বড় চালানসহ দুই মাদক কারবারি আটক

কিশোরগঞ্জে ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার

বিএনপি নেতার বিরুদ্ধে মার্কেট দখলের হুমকির অভিযোগ

কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না: ডিসি রায়হান

কাফনের কাপড় পরে ব্যতিক্রম নির্বাচনি প্রচারে ফরিদপুর-৪ আসনের প্রার্থী

ক্ষমতায় গেলে দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ করা হবে: তারেক রহমান

গোপালগঞ্জ-২ আসন, ১১ দলীয় জোট প্রার্থীর ১০ দফা ইশতেহার ঘোষণা

গাজীপুরে তারেক রহমানের সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত