হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে প্রবাস ফেরত যুবক নিহত, গুলিবিদ্ধসহ আহত ১০

জেলা প্রতিনিধি, নরসিংদী ও উপজেলা প্রতিনিধি, রায়পুরা

নরসিংদীর রায়পুরা উপজেলায় নিলক্ষার দড়িগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত মামুন মিয়া (২৫) একই এলাকার আব্দুল আউয়ালের ছেলে ও একজন কুয়েত প্রবাসী ছিলেন। গত ১৫ দিন আগে ছুটিতে দেশে আসেন।

নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই নিলক্ষার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রয়াত শহীদ মেম্বার গ্রুপ ও ফেলু মিয়া গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। সোমবার সকালে স্থানীয় বাজারে ফেলু মিয়ার মেয়ের জামাতা কুয়েত ফেরত (নিহত মামুন মিয়ার) সাথে বাগবিতণ্ডায় জড়ায় প্রতিপক্ষের লোকজনেরা। এ সময় সংঘর্ষে জড়ালে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি ও হামলার ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মামুনসহ কয়েকজন আহত হয়। পরে আহতদের মধ্যে তিনজনকে উদ্ধার করে নরসিংদী জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।

গুলিবিদ্ধ হয়ে আহত মামুনের পিতা আউয়াল মিয়া (৫৫) এবং পরশ মিয়া নামে আরো দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একজন নিহত হয়েছে শুনেছি পুরোপুরি তথ্য সংগ্রহ করে বিস্তারিত জানানো হবে।

রাজৈরে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোভ্যানের ২ জন নিহত

ভাঙ্গায় জামায়াত প্রার্থীর গণসংযোগ

বাড়িতে এসে চাচাতো ভাইকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন পুলিশ সদস্য

কিশোরগঞ্জে ৬ আসনের মধ্যে দুইটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

নরসিংদীতে শিগগিরই শুরু হবে ‘কমান্ডো অপারেশন’: স্বরাষ্ট্র উপদেষ্টা

মাদারীপুর মুক্ত দিবস আজ

খালেদা জিয়ার জন্য হাজারো নেতাকর্মী নিয়ে কেন্দ্রীয় কৃষকদল সভাপতির দোয়া

সরকারি গাছ কাটতে বাধা, প্রধান শিক্ষককে লাঞ্চিত করলো যুবলীগ ক্যাডার

কিশোরগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা

নেতা বিএনপির সদস্যপদ ফিরে পাওয়ায় এলাকায় মিষ্টি বিতরণ