নরসিংদীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন পদোন্নতি বঞ্চিত তিন সরকারি কলেজের শিক্ষা ক্যাডাররা। রোববার বেলা ১১টার দিকে নরসিংদী সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে অর্ধশত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডাররা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ৫ বছরের পদোন্নতি ১২ বছরেও সম্ভব হয়নি। নরসিংদী সরকারি কলেজ, সরকারি শহীদ আসাদ কলেজ এবং সরকারি মহিলা কলেজের প্রায় অর্ধশত বিসিএস ক্যাডার কর্মকর্তাসহ সারাদেশের হাজারো কর্মকর্তা বৈষম্যের শিকার। চাকরি জীবনের বয়স ৫ বছর পূর্ণ হলে প্রভাষক পদ থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির যোগ্য বলে বিবেচিত হয়। অন্যান্য ক্যাডারগুলোতে ৩২ থেকে ৩৭ তম ব্যাচের ক্যডাররা আরো ৫ বছর আগে পদোন্নতি পেলেও সাধারণ শিক্ষা ক্যডাররা প্রভাষক থেকে সহকারী অধ্যাপক হতে পারেনি ১ যুগেও।
যার ফলে, বেতন বৈষম্যসহ নানা বৈষম্যের শিকার সরকারের প্রথম শ্রেণির এই কর্মকর্তারা। তাদের দাবি, যোগ্যদের যোগ্য অবস্থান নিশ্চিত করার। মানববন্ধন শেষে দুপুরে কলেজ সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে শিক্ষকরা। আগামী ১২ নভেম্বরের মধ্যে সমস্যার সমাধান না হলে ১৬ নভেম্বর থেকে কর্মবিরতিসহ কঠিন কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।