হোম > সারা দেশ > ঢাকা

মানিকগঞ্জে আ.লীগের লকডাউনের বিরুদ্ধে জামায়াত ও শ্রমিক দলের অবস্থান কর্মসূচি

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের বিরুদ্ধে মানিকগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল।

বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় রাজ হোটেলের সামনে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা অবস্থান নেন। একই সময়ে বাস টার্মিনাল এলাকায় অবস্থান নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল।

জেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা কামরুল ইসলামের নেতৃত্বে এবং জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি বাবুল পীরের নেতৃত্বে এই অবস্থান কর্মসূচি চলে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সতর্ক অবস্থানে আছে।

নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগের ডাকা লকডাউন জনগণ প্রত্যাখ্যান করেছে। যান চলাচল স্বাভাবিক রাখতে ও তাদের অগণতান্ত্রিক কার্যক্রম প্রতিহত করতে আমরা মাঠে অবস্থান করবো।

এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদ ও লকডাউন প্রতিহতের ঘোষণার অংশ হিসেবেই এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) বলেন, কেউ যেন কোনো নাশকতা করতে না পারে এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।

গাজীপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় চার পুলিশ সদস্য আহত, গ্রেপ্তার ১০

ধানের শীষ কেড়ে নিতে বিএনপির বিদ্রোহী এখন জামাল চৌধুরী

গোয়ালন্দ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জিয়াউর রহমানের পর এবার খালেদা জিয়ার জানাজায় মাদারীপুরের ১১০ বছরের বৃদ্ধ

জামাই মেলা এখন মাছের মেলা, কোটি টাকার বেচাকেনা

ছিনতাইকারীকে চিনে ফেলায় ওষুধ ব্যবসায়ীর শরীরে আগুন, লড়ছেন মৃত্যুর সঙ্গে

জাসাস নেতাকে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

গোয়ালন্দ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি দাবি

মাদক ব্যবসার দ্বন্দ্বে হত্যা, আটক ১

নসিমনের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু