ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছরপূর্তি অনুষ্ঠানে জেমসের কনসার্ট পন্ড হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তিলকে তাল বানানোর চেষ্টা করছে একটি মহল। এ অনুষ্ঠান উপলক্ষে তিন দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে কন্ঠশিল্পী জেমসের কনসার্ট দেখতে আসা প্রায় ৮,০০০-১০,০০০ অনিবন্ধিত দর্শক দেয়াল টপকে প্রবেশের চেষ্টা করলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
তারা ভেতরে ঢুকতে ব্যর্থ হয়ে মঞ্চ লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে, যার ফলে জিলা স্কুলের শিক্ষার্থী এবং বহিরাগতদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সার্বিক নিরাপত্তা ও জনস্বার্থ বিবেচনায় রাত ৯:৫০ মিনিটে আয়োজক কর্তৃপক্ষ অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করে । এই ঘটনায় সামান্য কিছু চেয়ার ক্ষতিগ্রস্ত হয় ও হালকা ছেলা-জখম নিয়ে ১০–১২ জন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয় বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে।
তবে কয়েকটি ফেসবুক আইডি থেকে গতকাল রাত থেকে এই ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে ওই আইডিগুলো থেকে বলা হচ্ছে এই ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। অথচ উপস্থিত দর্শকের মধ্যে অনেকে নিশ্চিত করেছেন যে নিহত তো নয়ই বরং কোন গুরুতর জখমের ঘটনাও ঘটেনি।
এ ব্যাপারে ফরিদপুর জেলা পুলিশ তাদের ফেসবুক পেজে জানায়, ৫ জন নিহতের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব। জেলা পুলিশ নিশ্চিত করছে যে কোনো প্রাণহানি ঘটেনি; মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হতে অনুরোধ করা হচ্ছে।
গত ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখ রাতে ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছরপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে 'Devdulal Guha Nipun' নামক ফেসবুক পেইজ ও ‘দেব দুলাল গুহ.... দেবু ফরিদী’ নামক ফেসবুক আইডি এবং নির্দিষ্ট কিছু রিল (Reel) ভিডিওর মাধ্যমে প্রচার করা হচ্ছে যে "কমপক্ষে ৫ জনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে" যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব।
জেলা পুলিশ ও আয়োজক কমিটি নিশ্চিত করেছে উক্ত ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রচারের ধরণ বিবেচনায় এটি একটি স্বার্থান্বেষী মহলের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা বলে প্রতীয়মান হচ্ছে।
এটি একটি সাইবার অপরাধ বলে জেলা পুলিশের এই ফেসবুক পেইজে উল্লেখ করা হয়।
নগর বাউল জেমস গণমাধ্যমকে বলেন, "এটি সম্পূর্ণ আয়োজকদের অব্যবস্থাপনা ও ব্যর্থতা"।
উল্লেখ্য, ফরিদপুর জেলা স্কুলের ১৮৫ তম বর্ষপূর্তি উপলক্ষে জন প্রতি ৩ হাজার টাকা করে এন্ট্রি ফি নিয়ে আয়োজন করা এই অনুষ্ঠানটি শুরু থেকে বিভিন্ন মহলে নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল।