হোম > সারা দেশ > ঢাকা

রাতের আঁধারে ৪ শতাধিক কলার কাঁদি কাটল দুর্বৃত্তরা

উপজেলা প্রতিনিধি, ধনবাড়ী (টাঙ্গাইল)

ছবি: আমার দেশ।

টাঙ্গাইলের ধনবাড়ীতে রাতের আধাঁরে এক কলা চাষির প্রায় ৪শতাধিক কলার কাদি কেটে ফেলেছে দুর্বত্তরা। এতে প্রায় ৪ লাখেরও বেশি টাকার ক্ষতি হয়েছে ওই কলাচাষীর।

উপজেলার যদুনাথপুররের পাতলাচড়া এলাকার কলাচাষি কৃষক দেলোয়ার হোসেনের বাগানে শুক্রবার (১৬ জানুয়ারী) রাতে দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক দেলোয়ার হোসেন কান্নাজড়িত কণ্ঠে এই প্রতিবেদককে জানান, এবছর ৬০ হাজার টাকা ধার নিয়ে ৩০ শতাংশ জমি লিজ নিয়ে কলা চাষ শুরু করি। গাছ থেকে কলা বের হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতের আধাঁরে শত্রুতাবশত প্রায় ৪ শতাধিক অপরিপাক্ক কলার কাদি কেটে ফেলেছে। গাছে থাকা কাদি অর্ধকাটা করে রেখেছে ও কিছু কাদি চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা। আমি এখন পথে বসে গেছি। এই কৃষি আবাদ থেকে আমি আমার ছেলের লেখাপড়াসহ পরিবারের সংসারের ব্যয়ভার বহন করতাম। এখন আর কোনো উপায় থাকলো না।

স্থানীয় কৃষক লিটন মিয়া, জাহাঙ্গীর, জহুরুল ও তোতা মিয়াসহ আরো অনেকে জানান, ফসল কেটে এ কেমন শত্রুতা? এঘটনায় অপরাধীদের খুঁজে বের করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এঘটনায় এনসিপির টাঙ্গাইল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর জানান, এখবর পেয়ে সরেজমিনে দেখেছি খুবই দু:দুঃখজনক ঘটনা। এতে করে শুধু কৃষক দোলোয়ার হোসেনই ক্ষতিগ্রস্ত হয়নি। দেশের অর্থনীতিতে একটু হলেও ক্ষতি হয়েছে। কৃষি খাত উন্নয়নে দেশকে এগিয়ে নিতে হলে কৃষকদের কে এগিয়ে নিতে হবে। তাই ক্ষতিগ্রস্ত কৃষক দেলোয়ারকে সরকারিভাবে সহায়তা করার জোর দাবি করছি।

স্থানীয় ইউপি সদস্য শাজাহান আলী বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করেছি। কৃষক দেলোয়ারের  বাগানের কলার কাদি যারা রাতের আধাঁরে কেটেছে, তাদেরকে দ্রুত খুজে বের করে আইনের আওতায় আনাসহ কৃষক দেলোয়ারকে সরকারি সহায়তা দেওয়ার দাবি জানাচ্ছি।

ধনবাড়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদুর রহমান মাসুদ জানান, কৃষক দেলোয়ারের কলা বাগানে রাতের আধাঁরে দুর্বৃত্তরা প্রায় ৪ শতাধিক কলার কাদি কেটে ফেলেছে। বিষয়টি জেনেছি এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক দেলোয়ারের জন্য সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

বোয়ালমারীতে ১৫ লাখ টাকার ভেজাল খাদ্য জব্দ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে মহিলা দলের বহিষ্কৃত নেত্রী পলি

ফতুল্লা থেকে দুর্ধর্ষ ডাকাত সাব্বির অস্ত্রসহ গ্রেপ্তার

আলফাডাঙ্গায় ১২০ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

জামায়াত প্রার্থীর সমর্থনে মনোনয়ন প্রত্যাহার করলেন মেজর আখতারের ছেলে

শ্রীপুরে মেডিকেল শিক্ষার্থীদের বাস দুর্ঘটনায় আহত ১০

শাশুড়ি হত্যার ২০ বছর পর জামাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের চাপায় নিহত ৫

কাশিয়ানীতে বিদ্যুৎস্পর্শে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু