রাজবাড়ীর গোয়ালন্দে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করার সময় রফিকুল ইসলাম নামে এক যুবকের দুই পা শরীর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার সকাল ৮টার দিকে গোয়ালন্দ বাজার রেলক্রসিংয়ের পাশে এ ঘটনা ঘটে। গুরুতর আহত রফিকুল ইসলাম (৪৫) গোয়ালন্দ উপজেলার নতুনপাড়া এলাকার মৃত শামচুর রহমান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা কুষ্টিয়া–পোড়াদাহগামী শাটল (লোকাল) ট্রেনটি গোয়ালন্দ বাজার রেলক্রসিং অতিক্রম করার সময় ওই যুবক হঠাৎ করে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ট্রেনে কাটা পড়ে তার দুটি পা শরীর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়।
খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, রফিকুল ইসলামের দীর্ঘদিন ধরে মানসিক সমস্যা ছিল। তার তিনটি ছেলে সন্তান রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, ট্রেন দুর্ঘটনায় ওই যুবকের দুই পা সম্পূর্ণভাবে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। পরে জানতে পেরেছি তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।