হোম > সারা দেশ > ঢাকা

রাস্তাঘাট থেকে নদীভাঙন সব সংকট সমাধানের প্রতিশ্রুতি বিএনপি প্রার্থীর

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর- ১ আসনের বিএনপি প্রার্থী সাইদ আহমেদ আসলাম বলেছেন, বছরের পর বছর অবহেলা আর অনিয়মে এ অঞ্চলের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা এমনকি নদীভাঙন পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় প্রতিশ্রুতির নামে জনগণের টাকা লুট করা হয়েছে। জনগণের আশা–আকাঙ্ক্ষা পূরণে বিএনপি ক্ষমতায় গেলে বাস্তব উন্নয়নই হবে প্রধান অঙ্গীকার।

বুধবার সকালে শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের ডোমসার বাজারে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। কর্মসূচি শুরু হওয়ার আগেই এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন স্থান থেকে ছুটে আসা শত শত মানুষ ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে সাইদ আসলামকে বরণ করে নেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি সদর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ব্যাপক গণসংযোগ, পথসভা এবং স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। বাজার, গ্রাম, চায়ের স্টল থেকে পাড়া-মহল্লা—সব জায়গায় ঘুরে তিনি আগামী নির্বাচনে দোয়া ও সমর্থন কামনা করেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ভোটকেন্দ্র ব্যবস্থাপনা ও সংগঠনের মাঠপর্যায়ের প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

এ সময় সাইদ আসলাম বলেন, এ অঞ্চলের মানুষের কষ্ট আমি জানি। রাস্তাঘাটের করুণ অবস্থা, হাসপাতালের সেবা–সংকট, নদীভাঙনের আতঙ্ক—সব মিলিয়ে জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। বিএনপি ক্ষমতায় এলে মিয়া নুরুদ্দিন অপু ও শফিকুর রহমান কিরনকে সঙ্গে নিয়ে এসব সংকটের স্থায়ী সমাধান করা হবে।

স্থানীয়রা বলছেন, এ ধরনের ধারাবাহিক গণসংযোগ নির্বাচনি মাঠকে আরও উত্তপ্ত ও প্রাণবন্ত করে তুলেছে। ভোটারদের সঙ্গে সাইদ আসলামের সরাসরি যোগাযোগ তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করছে।

ছাত্রাবাসে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

বিকেএসপিতে নারী খেলোয়াড়দের সুরক্ষা সেমিনার অনুষ্ঠিত

ঘোড়াশাল সার কারখানার একাধিক ভবনে ফাটল

ঘুষ নেয়ার অভিযোগে পুলিশের উপর হামলা

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ধামরাইয়ে দোয়া মাহফিল

গোপালগঞ্জে ৭ ইউপি মেম্বারের আ. লীগের রাজনীতি ছাড়ার ঘোষণা

গাজীপুরে অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ

আ. লীগের সাধারণ সম্পাদকসহ পাঁচ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আর কোন ফ্যাসিবাদের স্থান হবে না: মামুনুল হক

মাটিকাটা বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম