হোম > সারা দেশ > ঢাকা

‘আমার দেশ’ ফরিদপুর প্রতিনিধির বাসায় চুরি

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

দৈনিক আমার দেশ সংবাদ পত্রের ফরিদপুর জেলা প্রতিনিধি ইব্রাহিম হুসাইন এর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ২৬ নভেম্বর বুধবার দিবাগত রাত আনুমানিক ২ টা থেকে ৪ টার মধ্যে তার গ্রামের বাড়ি বোয়ালমারী উপজেলার ফেলাননগর গ্রামে এ ঘটনা ঘটে।

এসময় চোর বা চোরেরা দুটি মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

জানা যায়, ফরিদপুর জেলা প্রতিনিধি ইব্রাহিম হুসাইন গতকাল বুধবার সন্ধ্যার পর তার গ্রামের বাড়িতে বেড়াতে যান। ভোর রাত ৪ টার দিকে অতর্কিত শব্দে ঘুম ভেঙে গেলে গৃহকর্তা দেখতে পান কয়েকজন মিলে তার শোবার ঘরে রাখা মোটরসাইকেলটি টানাটানি করছে। এসময় চোর চোর বলে চিৎকার করলে চোরেরা মোটরসাইকেলটি ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে দেখতে পান ঘর থেকে তার নিজের ব্যবহৃত একটি স্যামসং এস টুয়েন্টি থ্রি আলট্রা মডেলের স্মার্ট ফোন এবং তার মায়ের ব্যবহৃত নকিয়া বাটন মোবাইল ফোন, দুইটি লোহার ট্রাংকসহ বেশ কিছু দাবী আসবাবপত্র খোয়া গিয়েছে। সকালে বাড়ির পার্শ্ববর্তী মাঠে ট্রাংক দুটি ভাঙা অবস্থায় পাওয়া যায়। একটি ট্রাংকের ভেতরে প্রয়োজনীয় কাগজ পত্রাদী ও দলীল দস্তাবেজ ছিল, যা চোরেরা ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে গিয়েছে, এবং অন্য আরেকটি ট্রাংকের মধ্যে তার মায়ের ব্যবহৃত স্বর্ণালংকার এবং দামি কাপড় চোপড় চোরেরা নিয়ে খালি ট্রাংকটি ভাঙা অবস্থায় ফেলে রেখে যায়।

ঘটনাটি তৎক্ষণাৎ বোয়ালমারী থানায় অবগত করলে মধুখালী সার্কেলের এএসপি আজম খান এর নির্দেশনায় বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থল পরিদর্শন কওে চুরির বিভিন্ন আলামত জব্দ করে।

এ ব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি বঞ্চিত ৫ নেতার

আওয়ামী লীগের শতাধিক নেতা কর্মীর বিএনপিতে যোগদান

জমি নিয়ে বিরোধে খুন: জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় পরিবার

ক্লাস নিয়েই সবাইকে চমকে দিলেন নবাগত জেলা প্রশাসক

কারাবন্দী আওয়ামী লীগ নেতার মৃত্যু

ভূমিকম্পে ফাটল, বিতর্কিত রেজিস্ট্রি ভবন

টঙ্গীতে ৫ দিনের জোড় ইজতেমা কাল শুরু

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

পাঁচ ব্যাংকের কর্মীদের বেতন ভাতার ২০ শতাংশ কমালো বাংলাদেশ ব্যাংক

চার দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি বৃহস্পতিবার