হোম > সারা দেশ > ঢাকা

মাদারীপুর সরকারি হাসপাতাল থেকে ৬ মাসের শিশু চুরি

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে জেলা হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে ছয়মাসের এক শিশু নিয়ে মুহূর্তেই ইজিবাইকে করে দ্রুত পালিয়ে যায় বোরকা পরা এক নারী। যা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজেও।

শনিবার দুপুরে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের ছয়তলার শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে। জড়িতদের ধরতে তৎপরতা শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্বজনরা জানায়, তিন দিন আগে অসুস্থ দু’বছরের মেয়ে জামিলাকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের ছয়তলার শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বড় মেয়ে জান্নাতকে খাওয়াচ্ছিল মা সুমি আক্তার। এ সময় গোলাপি রঙের বোরকা পড়া এক নারী আব্দুর রহমানকে কোলে তুলে আদর করার জন্য হাসপাতালের বারান্দায় নিয়ে মুহূর্তেই মায়ের চোখ ফাঁকি দিয়ে সটকে পড়ে। অনেক খোঁজাখুঁজি করে শিশুটিকে না পাওয়া গেলে খবর দেয়া হয় থানা পুলিশকে।

হাসপাতালের বাহিরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ছয় মাসের শিশুকে কোলে নিয়ে ইজিবাইকে করে হাসপাতাল ছেড়ে যাচ্ছে এক নারী। হাসপাতালে নিরাপত্তা না থাকায় এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্বজনদের। চুরি হওয়া আব্দুর রহমানের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

আব্দুর রহমানের মা সুমি আক্তার বলেন, ‘আমার আদরের সন্তানকে কোলে নিয়ে এভাবে ওই নারী পালিয়ে যাবে বুঝতে পারিনি। চোখের পলকেই এই ঘটনা ঘটেছে। আমি আমার আদরের সন্তানকে ফেরত চাই।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা বলেন, হাসপাতাল থেকে এক শিশু হারিয়ে যাওয়ার ঘটনার সিসিটিভি ফুটেজ হাতে এসেছে। এরই মধ্যে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই চক্রে যে বা যারাই জড়িত থাকুক সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।

এদিকে এ ব্যাপারে কথা বলতে রাজি হয়নি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরুল আমিন।

এমএস

মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে জামায়াত প্রার্থীর বাসায় তালা সমর্থকদের

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

তারেক রহমানের জনসভা প্রস্তুতি নিয়ে বিএনপির মতবিনিময়

মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির দায়িত্বে জাহিদ-হৃদয়

খাল দখল করে বিএনপি নেতার ট্যাক্সি স্ট্যান্ডের উদ্যোগ

জবাবদিহির অভাবে দেশে সংকট কমেনি: শরীয়তপুরে রিজভী

র‍্যাবের ডিএডি মোতালেবের কুমিল্লার বাড়িতে মাতম

রায়পুরায় স মিলের ভেতর থেকে পলাতক শীর্ষ সন্ত্রাসীর লাশ উদ্ধার

রঙিন কপি চাষে সফলতা

বিএনপি প্রার্থী টুকুর সমর্থকদের উপর স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের হামলা, আহত ২